Atal Pension Yojana: আর কয়েকদিনের অপেক্ষা। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য বাজেট পেশ (Budget Expectations 2025) করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামি ১ ফেব্রুয়ারি করা হবে বাজেট পেশ। সারা দেশের নজর এখন এই বাজেটকে ঘিরে। আশা করা হচ্ছে যে কেন্দ্র সরকার (Budget 2025) এবারের বাজেটে অটল পেনশন যোজনার অধীনে পেনশনের (Atal Pension Yojana) অঙ্ক দ্বিগুণ করবে। অর্থাৎ এই যোজনায় ৫ হাজার টাকার পেনশন বেড়ে হবে ১০ হাজার টাকা। তবে এখনও এই বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা হয়নি।
সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে কেন্দ্র সরকার চালু করেছিল এই অটল পেনশন যোজনা প্রকল্প। এই প্রকল্পের অধীনে ১ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া যেত। এবারের বাজেটে এই পেনশনের (Atal Pension Yojana) অঙ্ক বাড়ার সম্ভাবনা রয়েছে।
মাসিক পেনশন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা
সূত্র অনুসারে, অটল পেনশন যোজনার অধীনে কেন্দ্র সরকার মাসিক পেনশনের অঙ্ক বাড়ানোর প্রস্তাব গ্রহণ করেছে। এই স্কিমের অধীনে ন্যূনতম ১০ হাজার টাকা পেনশন নিশ্চিত করার দিকেই সিদ্ধান্ত নেবে কেন্দ্র সরকার। এই অটল পেনশন যোজনার মাধ্যমে সমাজের দরিদ্র প্রান্তিক মানুষদের বার্ধক্যে আর্থিক সহায়তা দেয় কেন্দ্র সরকার। মূলত অসংগঠিত কর্মীদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে।
২০১৫-১৬ অর্থবর্ষে পেনশন রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে এই স্কিম চালু করা হয়েছিল। এর মাধ্যমে মাসিক ১ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া যায়।
কী বিশেষ ফিচার্স এই স্কিমের ?
এই অটল পেনশন যোজনার (Atal Pension Yojana) সবথেকে বড় ফিচার্স হল যদি এই স্কিমের গ্রাহকের মৃত্যু হয়, তাহলে নমিনি জমানো টাকার পুরোটাই পেয়ে যাবেন। ১৮ থেকে ৪০ বছর বয়সী যে কোনো ব্যক্তি এই অটল পেনশন যোজনায় বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে আবেদন করতে হলে আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা একান্ত দরকার। যে ব্যাঙ্কে আপনার সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সেখানে আপনার এই স্কিমের জন্য ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে। পেনশনের বিকল্প বেছে নিতে হবে এরপরে।
আরও পড়ুন: Income Tax: কর বাঁচাতে চাইছেন ? NPS নাকি ELSS, কোথায় বিনিয়োগে বেশি লাভ হবে ?