Income Tax: কর বাঁচাতে চাইছেন ? NPS নাকি ELSS, কোথায় বিনিয়োগে বেশি লাভ হবে ?

মার্চ মাস পড়লেই শুরু হয়ে যাবে কর জমার তোড়জোড়। আইটিআর ফাইলিংয়ের দিকে নজর থাকবে তখন সকলের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এক্ষেত্রে অনেকেই চান যাতে তাদের আয়ের একটা বড় অংশ কর দিতেই না খরচ হয়ে যায়। সেক্ষেত্রে কিছু উপায়ে কর বাঁচানো সম্ভব।

এর মধ্যে প্রথমেই রয়েছে বেশ কিছু কর বাঁচানোর বিনিয়োগ স্কিম। এগুলিকে ট্যাক্স সেভিং স্কিম বলে যার মধ্যে অন্যতম হল এনপিএস।
তবে আয়কর বিশেষজ্ঞরা জানিয়েছেন যে কর বাঁচানোর জন্য আয়কর আইনের ৮০সি ধারার অধীনে ইএলএসএস ফান্ডে বিনিয়োগ সবথেকে ভাল উপায়।
এর পুরো নাম ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম। এছাড়া এনপিএসে বিনিয়োগের মাধ্যমে আয়কর আইনের ৮০ডি ধারার অধীনে অতিরিক্ত ৫০ হাজার টাকা পর্যন্ত কর বাঁচানো যায়।
এই বিনিয়োগের ক্ষেত্রে ব্যক্তির পছন্দ, ঝুঁকি নেওয়ার ক্ষমতা ইত্যাদি মাপকাঠি রয়েছে। এনএসসি বা পিপিএফে যেমন সুদের হার নির্দিষ্ট, ইএলএসএসে রিটার্ন কত আসবে তা জানা নেই।
এনপিএসের ইকুইটির অধীনে বিনিয়োগ করলে ১২ শতাংশ হারে রিটার্ন মিলবে। ইএলএসএস ফান্ডেও কম বেশি একই রকম রিটার্ন মেলে।
তবে এক্ষেত্রে ট্যাক্স সেভিং স্কিম হওয়ার দরুণ একটি ৩ বছরের লক ইন পিরিয়ড থাকে। অর্থাৎ ৩ বছরের আগে এই ফান্ড থেকে টাকা তুলতে পারবেন না আপনি।
এনপিএসে বিনিয়োগের ক্ষেত্রে লক ইন থাকে ৫ বছর আর অন্যদিকে পিপিএফে লক ইন পিরিয়ড থাকে ১৫ বছর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -