Bank News: ব্যাঙ্কের পরিবর্তে এখন এটিএম (ATM) বা অনলাইনে টাকার লেনদেন (Online Payment) করেন দেশের বেশিরভাগ মানুষ। এটিএম আমাদের অনেক কাজকে সহজ করে তোলে। এটিএম-এর কারণে শুধু টাকা তোলাই নয়, ব্যাঙ্কে টাকা (Money) জমা দেওয়া, মানি ট্রান্সফার (Money Transfer) মতো অনেক কাজই ব্যাঙ্কে না গিয়ে সহজেই হয়ে যায়। তবে এটিএমে টাকা তুলতে গিয়ে অনেক সময় টাকা না থাকায় হয়রানির শিকার হতে হয় গ্রাহককে। জানেন , ব্যাঙ্কের এটিএমে মোট কত টাকা থাকে ?


এটিএম কী?
ATM মানে অটোমেটেড টেলার মেশিন। এই ইলেকট্রনিক মেশিনটি ব্যাঙ্ক সার্ভার এবং স্যাটেলাইটের সঙ্গে যুক্ত। এর ফলে ব্যাঙ্ক সংশ্লিষ্ট কম্পিউটারাইজড কাজ সহজে করা যায়। ব্যাঙ্ক সার্ভার থেকে অনুমতি পাওয়ার পরই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়।


এটিএম মেশিনে কত টাকা আছে?
এটিএম মেশিনে টাকার জন্য ট্রে থাকে, যাকে বলে স্লট। 100, 200, 500 টাকার নোট ভাগ করে এটিএম-এ জমা করা হয়। একটি এটিএম মেশিনে চারটি স্লট থাকে। এই স্লটের প্রতিটিতে 22টি জায়গা রয়েছে। একটিতে 100টি নোট লোড করা যায়। সংশ্লিষ্ট ব্যাঙ্ক এটিএম মেশিনে টাকা জমা করে। এই কাজটি ব্যাঙ্কের নির্দিষ্ট কর্মচারীরা করে থাকেন। একটি এটিএম মেশিনে প্রায় 88 লক্ষ টাকা জমা করা যায়। তবে,ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) নির্দেশিকা অনুসারে, একটি ব্যাঙ্ক একটি এটিএম মেশিনে 12 লক্ষের বেশি টাকা রাখতে পারে না।


কোন এটিএমে কত টাকা?
এটিএম মেশিনটি কোন এলাকায় অবস্থিত তার উপর নির্ভর করে ব্যাঙ্ক সংশ্লিষ্ট এটিএম-এ কত টাকা রাখতে হবে তার সিদ্ধান্ত নেয়। গ্রামীণ এলাকার লোকেরা খুব কমই এটিএম ব্যবহার করে, তাই গ্রামাঞ্চলে এটিএম মেশিনে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা রাখা হয়। শহরাঞ্চলের লোকেরা এটিএম বেশি ব্যবহার করে, তাই এই অঞ্চলে এটিএম মেশিনে 8 থেকে 12 লক্ষ টাকা রাখা হয়। এছাড়াও, এটিএম-এর ব্যবহার বিবেচনা করে ব্যাঙ্ক সিদ্ধান্ত নেয় দিনে কতবার এটিএম-এ টাকা রাখা হবে।


আরও পড়ুন Recurring Deposits: এসবিআই না পোস্ট অফিস আরডি,কোথায় বিনিয়োগে পাবেন বেশি সুদ ?