কলকাতা: এই সিনেমার ঘোষণা হয়েছিল আগেই.. তবে ছবির কোনও ঝলক প্রকাশ্যে আসেনি। তবে কয়েকদিন থেকেই বাড়ছিল রহস্য। কী আসতে চলেছে নেটফ্লিক্সে, সেই নিয়ে জল্পনা চলছিল। আর এবার প্রকাশ্যে এল 'খাকি-দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এর প্রথম ঝলক। আর সেখানেই নজর কাড়লেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), জিৎ (Jeet), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। 


গ্যাংস্টার এবং রাজনীতিবিদদের সমীকরণকেই দেখানো হবে এই ছবিতে। একজন রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। অন্যদিকে একজন ডাকাবুকো পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে জিৎ-কে। পুলিশের বেশেই দেখা গেল পরমব্রত চট্টোপাধ্যায়কেও। সাদা পোশাকে দেখা গেল শাশ্বতকে। তাঁর ভূমিকা নিয়েও ধোঁয়াশা রয়েছে। এছাড়াও টিজারে দেখা মিলল, চিত্রাঙ্গদা সিং, ঋত্বিক ভৌমিক, আদিল জাফর খান-দের। এছাড়াও হাজির ছিলেন মিঠুন পুত্র মিমো-ও। 


এই সিরিজ নিয়ে নীরজ পাণ্ড বলেছেন, 'খাকি-বেঙ্গল চ্যাপ্টার' -এর মধ্যে দিয়ে আমরা নেটফ্লিক্সের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেটা বজায় রেখে চলেছি। দর্শকেরা এই সিরিজে দেখতে পাবেন বাংলার বিভিন্ন সংস্কৃতি, রাজনৈতিক পরিস্থিতি, নতুন মুখ, নতুন সমস্যা তুলে ধরা হবে এই সিরিজে। সত্যিটা কবে আরও কড়া, চ্যালেঞ্জগুলো আরও বড়। আশা করি মানুষের এই লড়াইটা দেখতে ভালই লাগবে। এবারের অভিজ্ঞতাটা হবে আরও ভাল। দেবাত্ম মণ্ডল আর তুষার কান্তি রায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা দুর্দান্ত।'


এই সিরিজের পরিচালক দেবাত্ম মণ্ডল আর তুষার কান্তি রায়। ছবির প্রযোজক শীতল ভাটিয়া। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, আদিল খান, চিত্রাঙ্গদা সিংহ, পুজা চোপড়া, আকাঙ্খা সিংহ, মিমো চক্রবর্তী ও শ্রদ্ধা দাস। এই ছবির অধিংকাশ অংশের শ্যুটিং হয়েছে বাংলাতেই । রয়েছে বাংলার অনেক অভিনেতা অভিনেত্রীও। সেই কারণেই এই সিরিজ নিয়ে বাংলার দর্শকদের আগ্রহ থাকবে বেশী। পাশাপাশি জিৎ, প্রসেনজিৎ ও পরমব্রত চট্টোপাধ্যায়কে একসঙ্গে দেখা যাবে।


আরও পড়ুন: Raj Chakraborty: সব সিরিয়ালের শ্যুটিং বন্ধের আশঙ্কা ! রাজ চক্রবর্তী বললেন, 'ছোট ছোট বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে না যাওয়াই ভাল..'