Triumph Speed Triple R: ডেলিভারি শুরু ট্রায়াম্ফ স্পিড ট্রিপল আর ও আরএস বাইকের, ১০.১৭ লক্ষ টাকা থেকে দাম শুরু

Auto: এবার ট্রায়াম্ফ স্পিড ট্রিপল আর (Triumph Speed Triple R) ও আরএস বাইকের আনুষ্ঠানিকভাবে ডেলিভারি শুরু করে দিল কোম্পানি।

Continues below advertisement

Auto: জুনে দেশে এলেও ডেলিভারি শুরু হয়নি এই বাইকের। এবার ট্রায়াম্ফ স্পিড ট্রিপল আর (Triumph Speed Triple R) ও আরএস বাইকের আনুষ্ঠানিকভাবে ডেলিভারি শুরু করে দিল কোম্পানি। এই স্ট্রিট নেকেড মোটরসাইকেলটির (Bikes) নতুন সংস্করণ দুটি আগেই  চালু করা হয়েছে। R এবং RS এই ভেরিয়েন্ট দুটির এক্স-শোরুম দাম রাখা হয়েছে যথাক্রমে 10.17 এবং 11.81 লক্ষ টাকা। 

Continues below advertisement

কত দাম কোন ভেরিয়েন্টের
স্পিড আর ক্রিস্টাল হোয়াইট এবং সিলভার আইস নামে দুটি রঙের ভেরিয়েন্টে এনেছে কোম্পানি। Crystal White-এর দাম 10.43 লক্ষ টাকা। যেখানে টপ-স্পেক RS ট্রিম, সিলভার আইস, কার্নিভাল রেড এবং কসমিক ইয়েলোর মত পেইন্ট স্কিম বাইকের দাম রাখা হয়েছে 12.07 লক্ষ টাকা। বিদ্যমান মডেলের তুলনায় Street Triple R এবং Street Triple RS-এর দাম যথাক্রমে 1 লক্ষ এবং 50,000 টাকা বেশি হয়েছে৷ তবে, নতুন মডেলটিতে আরও উন্নত এবং গতিশীল বৈশিষ্ট্য এবং আরও ভাল কর্মক্ষমতা রয়েছে।

ইঞ্জিন কতটা শক্তিশালী
2023 ট্রায়াম্ফ স্ট্রিট ট্রিপল রেঞ্জে একটি 765cc, লিকুইড-কুলড, ফুয়েল-ইনজেক্টেড, ইনলাইন 3-সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। যা R-এ 118.4 bhp এবং RS মডেলগুলিতে 128.2 bhp শক্তি উত্পাদন করে। দুটি বাইকই 80 Nm-এর একই টর্কে পাওয় যাচ্ছে। এতে স্লিপ এবং অ্যাসিস্ট ক্লাচ সহ একটি 6-স্পিড গিয়ারবক্স রয়েছে।

হার্ডওয়্যার
ট্রায়াম্ফ নতুন স্ট্রিট ট্রিপলের চেসিসকে একটি নতুন গলউইং সুইংআর্ম দিয়ে বদলে দেওয়া হয়েছে। বাইকে শোভা 41 এমএম রিভার্স-ডাউন সামনের কাঁটা এবং পিছনে শোভার মনো-শক সাসপেনশন সেটআপ রয়েছে। ব্রেম্বো ব্রেক উভয় ভেরিয়েন্টেই পাওয়া যায়। বাইকের RS ট্রিমে ব্রেম্বো স্টাইলের ফোর-পিস্টন রেডিয়াল ক্যালিপার এবং 220 এমএম পিছনের ডিস্কের সঙ্গে টুইন 310 এমএম ফ্রন্ট ডিস্ক দিয়ে অ্যাঙ্কর করা হয়েছে।

কী বৈশিষ্ট্য রয়েছে বাইকে
ট্রায়াম্ফ নতুন স্ট্রিট ট্রিপল রেঞ্জে অল-এলইডি লাইটিং এবং ডিআরএল দেওয়া হয়েছে। এতে পাবেন 5-ইঞ্চি টিএফটি ইন্সট্রুমেন্ট প্যানেল, ব্লুটুথ সংযোগ এবং একাধিক রাইডিং মোড  যেমন-রোড, রেইন, স্পোর্ট, রাইডার, মাল্টি লেভেল ফ্রিকশন কন্ট্রোল, কর্নারিং এবিএস সহ অনেকগুলি বৈশিষ্ট্য অফার করে বাইক।  ট্র্যাকশন কন্ট্রোল এবং  বাই ডিরেকশনাল কুইক শিফটার অন্তর্ভুক্ত করা হয়েছে বাইকে। এই বাইকটি Kawasaki Z 900 এবং Ducati Monster এর সঙ্গে বাজারে প্রতিযোগিতা করবে।

আরও পড়ুন : Electric Cycles: ই-সাইকেল কিনতে চান ? দেখে নিন দেশের ৬টি সবচেয়ে সাশ্রয়ী মডেল

Continues below advertisement
Sponsored Links by Taboola