ATF Price Hike: দীপাবলি, ছট পুজোর আবহ চলছে সারা দেশজুড়ে। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তেল বিপণনকারী সংস্থাগুলি দাম বাড়িয়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। এর সঙ্গে সঙ্গে দাম বেড়েছে বিমানের জ্বালানিরও (ATF Price Hike)। প্রতি মাসের শুরুতেই এই বিমানের জ্বালানির দাম নির্ধারণ করে তেল বিপণনকারী সংস্থাগুলি। এবার নভেম্বর মাসের শুরুতেই দাম বাড়ল বিমানের জ্বালানির (Aviation Turbine Fuel Price)। আগামীতে কি বিমানের ভাড়াও বাড়বে ?


বিমানের জ্বালানির দাম এবারে ৩.৩৫ শতাংশ বেড়েছে অর্থাৎ আগের থেকে এক কিলোলিটার জ্বালানিতে দাম বেড়েছে ২৯৪১.৫ টাকা। ১ নভেম্বর ২০২৪ থেকেই এই বর্ধিত দাম কার্যকর হয়েছে। ফলে উৎসবের মরশুমে পকেটে টান পড়বে বিমানযাত্রীদের।


৩.৩৫ শতাংশ বেড়েছে দাম


সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি অক্টোবর মাসে জ্বালানির দাম কমিয়েছিল বিমানের ক্ষেত্রে, কিন্তু নভেম্বরে এসে ফের দাম বাড়ল বিমানের জ্বালানির। অপরিশোধিত তেলের দাম বেড়েছে বিশ্ববাজারে আর তাই জ্বালানির দামও বাড়ল এবার। একেক রাজ্যে একেক রকম দাম রয়েছে বিমানের জ্বালানির। রাজধানী দিল্লিতে এই মাসের শুরুতেই বিমানের জ্বালানির দাম বেড়ে হয়েছে প্রতি কিলোলিটারে ৯০৫৩৮.৭২ টাকা। এর আগে দিল্লিতে দাম ছিল ৮৭৫৮৭.৫৭ টাকা, দাম এই মাসে ৩.৩৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে কলকাতায় এটিএফের দাম প্রতি কিলোলিটারে ৯৩৩৯২ টাকা এবং মুম্বইতে দাম হয়েছে ৮৪৬৪২ টাকা। চেন্নাইতে বিমানের জ্বালানির দাম ৯৩৯৫৭ টাকা প্রতি কিলোলিটারে।


বিমান ভাড়াও বাড়বে এবার ?


বিমানের জ্বালানির দাম নভেম্বরের শুরুতেই বেড়ে যাওয়ার কারণে ঘরোয়া এয়ারলাইনস সংস্থাগুলি তাদের বিমানের ভাড়াও বাড়াতে পারে আগামীতে। ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে দেশের সবথেকে বড় বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে যে বর্ধিত এটিএফের দামের কারণে তাদের সংস্থার মুনাফা বহুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিকে ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম কমেছে, আর এদিকে বর্ধিত জ্বালানির দামের কারণে বিমান পরিষেবা সংস্থাগুলির ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। যে কোনো বিমান পরিষেবা সংস্থার খরচের ৪০ শতাংশই রয়েছে জ্বালানির কারণে। ফলে সেই জ্বালানির দাম বাড়লে সংস্থার মোট খরচও বেড়ে যায়।


আগামী বছরে বিমানযাত্রায় টান পড়বে পকেটে


আর কিছুদিন পরেই এই বছর শেষ হয়ে যাবে। এই বছরের শেষে মানুষজন নানা জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করবেন। বিমানের জ্বালানির চড়া দামের কারণে এই যাত্রার পরিকল্পনাতে বদল আনতে হতে পারে। দাম বাড়তে পারে বিমানের ভাড়ারও।  


আরও পড়ুন: Aadhaar Card Update: আধার কার্ডে কতবার বদলানো যায় মোবাইল নম্বর ? জানুন নিয়ম