Ayodhya Hotel Price: অযোধ্যায় হোটেলের  প্রতিদিনের ভাড়া (Hotel Fare) শুনলে মাথায় হাত পড়বে আপনারও। তাজ-ওবেরয় গ্রুপের (Taj Oberoy Hotels)  হোটেলকেও হার মানাচ্ছে অযোধ্যার হোটেল(Ayodhya Hotel Price)। রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে আকাশ ছুঁয়েছে হোটেল ভাড়া। রাত কাটাতে আপনাকে খরচ করতে হবে ৭০ হাজার টাকা। 


নবনির্মিত রামমন্দিরের উদ্বোধন ঘিরে উন্মাদনা
 ২০২৪ সালের শুরুতেই দেশের সবথেকে বড় অনুষ্ঠান হতে চলেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশে। নবনির্মিত রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান হবে ২২ জানুয়ারি। এই উদ্বোধন ঘিরে দেশ জুড়ে উৎসাহের শেষ নেই। এই অনুষ্ঠানে যোগ দিতে ২২ থেকে ২৩ জানুয়ারি অযোধ্যায় হোটেল বুকিং শুরু হয়েছে। এক রাতের মোট খরচ দেখে অবাক হয়ে যাবেন। শ্রী রামের প্রাণপ্রতিষ্ঠা দিবসে হোটেলগুলির জন্য রাতের ভাড়া ৭০ হাজার টাকারও বেশি রাখা হয়েছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিমান পরিষেবা খাতেও সাড়া পড়ে গিয়েছে। অযোধ্যার দিকে নজর রাখছে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার মতো এয়ারলাইন্স।  সরাসরি ফ্লাইট শুরু করছে এই দুই কোম্পানি।


তিন থেকে পাঁচ লাখ ভক্ত আসার সম্ভাবনা
রিপোর্ট বলছে, ২২ জানুয়ারি ২০২৪-এ রাম মন্দির উদ্বোধনের দিন সারা দেশ থেকে প্রায় ৩ থেকে ৫ লক্ষ ভক্ত অযোধ্যায় পৌঁছবেন। এই সংখ্যা আরও বেশি হতে পারে। অযোধ্যার বেশিরভাগ হোটেল ইতিমধ্যেই এই অনুষ্ঠানের জন্য বুকিং হয়ে গেছে। যেসব হোটেলে এই তারিখে রুম পাওয়া যায় তাদের ভাড়া আকাশচুম্বী। আগামী দিনে এই মন্দিরকে কেন্দ্র করে  অযোধ্যায় হোটেল ব্যবসায় বড় রমরমা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টি মাথায় রেখে রেডিসন ব্লু এবং তাজ হোটেলের মতো চেইন কোম্পানিগুলোও সেখানে তাদের হোটেল নির্মাণের কথা ভাবছে।


২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান
শ্রী রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। স্থানীয় Yadavashi hotels-এর জন্য প্রতিদিন লাগছে ৭০ হাজার টাকা। আপনি ২২ জানুয়ারি একটি হোটেল বুক করার জন্য অনলাইন হোটেল বুকিং সাইট Booking.com এবং MakeMyTrip-এ লগ ইন করেন, তখন অযোধ্যার কাছে ফৈজাবাদের সিগনেট কালেকশন হোটেলের একটি রুম ৭০,২৪০ টাকা দেখাচ্ছে৷ শুধু তাই নয়, অন্যান্য হোটেলের কথা বললে রামায়ণ হোটেলে একটি রুম প্রতিদিন প্রায় ৪০,০০০ টাকায় ভাড়া পাওয়া যাচ্ছে। যা যেকোনও পাঁচতারা হোটেলকেও হার মানিয়েছে।


Top Small Cap Funds: ১০ স্মল ক্যাপের বিগ রিটার্ন, চলতি বছরে দিয়েছে ৫৬ শতাংশ লাভ