সঞ্চয়ন মিত্র, কলকাতা: বন্ধনের মুকুটে সাফল্যের নতুন পালক। দেশি-বিদেশি আর্থিক সংস্থাদের লড়াইয়ে পিছনে ফেলে মিউচুয়াল ফান্ডের বাজারে নামতে চলেছে বন্ধন।  মিউচুয়াল ফান্ড সংস্থা IDFC’র ২টি কোম্পানির পরিচালনার দায়িত্ব এবার আসতে চলেছে বন্ধন ফিনানশিয়াল হোল্ডিংসের হাতে।


কাদের হাতে কোন সংস্থা?
সাড়ে চার হাজার কোটি টাকার বিনিয়োগে মিউচুয়াল ফান্ড (Mutual Fund) সংস্থা IDFC অ্যাসেট ম্যানেজমেন্ট ও IDFC AMC ট্রাস্টি কোম্পানি-- এই সংস্থা দু’টি আসছে বন্ধন ফিনানশিয়াল হোল্ডিংসের নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের হাতে। এই কনসোর্টিয়ামে ৬০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে বন্ধন ফিনানশিয়াল হোল্ডিংসের (Bandhan Financial Holdings)। বাকি ৪০ শতাংশের অংশীদার সিঙ্গাপুরের লাথে ইনভেস্টমেন্ট এবং ক্রিস ক্যাপিটালের হাতে। এর ফলে নতুন এই মিউচুয়াল ফান্ড ব্যবসার পরিচালনার রাশ থাকবে বাংলার বন্ধন ফিনানশিয়াল হোল্ডিংসের হাতে। যেটি বন্ধন ব্যাঙ্কের মূল আর্থিক সংস্থা। 


কেন গুরুত্বপূর্ণ:
ভারতের বিনিয়োগ ব্যবসার অন্যতম প্রধান ক্ষেত্র এখন মিউচুয়াল ফান্ড (Mutual Fund)। বিশেষজ্ঞদের মতে, ভারতের বিনিয়োগ দুনিয়ায় সবথেকে বেশি টাকার চুক্তি বন্ধন ফিনানশিয়াল হোল্ডিংসের এই পদক্ষেপ। 


কড়া টক্কর:
এই দুটি মিউচুয়াল ফান্ড কেনার দৌড়ে লড়াইটা সহজ ছিল না। অন্য আর্থিক সংস্থার সঙ্গে কড়া লড়াইয়ে পড়তে হয়েছে বন্ধন ফিনানশিয়াল হোল্ডিংসকে। লড়াইয়ে ছিল আমেরিকার নামী সংস্থাও। শেষপর্যন্ত আমেরিকার নামী সংস্থা ইনভেসকো-কে হারিয়ে শেষ হাসি হেসেছে বাংলার বন্ধন। বাংলায় তৈরি হয়েছিল বন্ধনের এই সংস্থা। স্বল্প সঞ্চয় এবং আরও নানারকম প্রকল্পের মাধ্যমে ব্যবসা বাড়িয়েছে তাঁরা। দীর্ঘদিনের চেষ্টায় তাদেরই হাত ধরে তৈরি হয় বন্ধন ব্যাঙ্ক। বেসরকারি এই ব্যাঙ্ক এখন ভারতের বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে। দেশজুড়ে চলছে ব্যবসা। এবার আরও এক পা এগোল সংস্থাটি। বন্ধন ব্যাঙ্কেরই মূল সংস্থা বন্ধন ফিনান্সিয়াল হোল্ডিংস এবার নাম মিউচুয়াল ফান্ডের ব্যবসাতেও। এখন ভারতে বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ এই সেক্টর। ভবিষ্যতে এর আয়তন ও গুরুত্ব দুটিই আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 


এই চুক্তির ফলে এবার ভারতের মিউচুয়াল ফান্ডের বাজারে বড়ভাবে আসতে চলেছে বন্ধন ফিনানশিয়াল হোল্ডিংসের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। এখন শুধু কয়েকটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষা। 


আরও পড়ুন: শেয়ার প্রতি ৫৪.২০ মার্কিন ডলার, টুইটার কিনতে বড় অঙ্কের প্রস্তাব মাস্কের