Bangladesh Crisis: এককালের শত্রু পাকিস্তান (Pakistan) এখন বন্ধু হয়েছে। হিন্দু নির্যাতনের (Bangladesh Hindu Attack) ক্রমবর্ধমান ঘটনার পরই ভারতের (India-Bangladesh Relation) সঙ্গে দূরত্ব বাড়ছে বাংলাদেশের (Bangladesh News)। ওপার বাংলার বর্তমান পরিস্থিতি বলছে, এই তিন বিষয়ে আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান (Bangladesh-Pakistan) সম্পর্ক। 


শীঘ্রই চালু হচ্ছে এই পরিষেবাগুলি
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ফের চালু হবে সরাসরি ফ্লাইট পরিষেবা। ঢাকার ডেপুটি হাইকমিশনার এস এম মাহবুবুল আলম করেছেন এই ঘোষণা। শুক্রবার একটি মিডিয়া রিপোর্টে এই খবর প্রকাশ্যে এসেছে । আলম আরও জানিয়েছেন, 2025 সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে। দ্রুত তাদের অংশগ্রহণের সুবিধার্থে ভিসা প্রক্রিয়া আরও সহজতর করা হবে বলে আশ্বাস দিয়েছেন আলম।


নভেম্বরেই ঘটেছে এই ঘটনা
গত মাসে করাচি থেকে প্রথম সরাসরি পণ্যবাহী জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ডক করে। যা বাংলাদেশের আধিকারিকদের মতে, দ্বিপাক্ষিক বাণিজ্যে একটি বড় পদক্ষেপ। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাচ্যুত করার কয়েক মাস পর এই সম্পর্কের উন্নতি। 


২০১৮ সালের পর এই প্রথম
দ্য এক্সপ্রেস ট্রিবিউন আলমকে উদ্ধৃত করে বলেছে, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট পরিষেবা শীঘ্রই শুরু হবে। তা দুই দেশ এবং তাদের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। দুই দেশের মধ্যে সর্বশেষ সরাসরি ফ্লাইটটি ছিল 2018 সালে। সেপ্টেম্বরে সরাসরি ফ্লাইট চালু করা এবং ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে এর আগে সেপ্টেম্বরে ঢাকায় একটি বৈঠক হয়েছে। সে দেশে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এবং বাংলাদেশের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর মধ্যে তখন এই বিষয়ে আলোচনা হয়েছিল। স্থানীয় সংবাদ মাধ্য়মেই প্রকাশিত হয়েছে সেই খবর। 


কোথায় সম্পর্কের মাইলফলক বলছে বাংলাদেশ


এক্সপ্রেস ট্রিবিউন বলছে, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আলম এই বক্তব্য করাচি থেকে প্রায় 170 কিলোমিটার দূরে উত্তর-পূর্বে হায়দ্রাবাদ চেম্বার অফ স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি  পরিদর্শনের সময় রেখেছিলেন। এই বিষয়ে হায়দ্রাবাদ চেম্বার অফ স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মুহাম্মদ সেলিম মেমন বলেন, ইউনূস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন। সেই হিসাবেই এই পদক্ষেপ। 


মেমনের মতে, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের শিখর জুড়ে রয়েছে ইতিহাস, সংস্কৃতি ও বাণিজ্যের ওপর। ইতিমধ্য়েই 11 নভেম্বরকে এক বড় মাইলফলক বলে চিহ্ণিত করেছেন তিনি। ওইদিনই পাকিস্তান থেকে বাংলাদেশেপ্রথম সরাসরি কার্গো চালানো হয়। এখানেই শেষ নয়, মেমন বাংলাদেশি ব্যবসায়ীদের পাকিস্তানের প্রদর্শনীতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্যও আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশে প্রদর্শনীতে পাকিস্তানি ব্যবসায়ীদের সাহায্য করার জন্য হাইকমিশনকে উৎসাহিত করেন।


Bangladesh Crisis : জিনিসপত্রের দাম 'আগুন' ! অস্থির বাংলাদেশে চার মাসে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি