Indian Stock Market: বাংলাদেশে চলছে তুমুল অশান্তি, রাজনৈতিক টালমাটাল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে তিনি ভারতে এসে আশ্রয় নিয়েছেন। আর এই চাপানউতোরের মধ্যে বেশ কিছু ভারতীয় সংস্থা (Indian Stock Market) যারা বাংলাদেশে বিনিয়োগ করে থাকে, বাংলাদেশেও যাদের ব্যবসা সম্প্রসারিত করেছে, তাদের সমস্যা হতে পারে। ভারতের স্টক এক্সচেঞ্জে (Bangladesh Crisis) নথিভুক্ত এমন বেশ কিছু সংস্থা আছে, বড় বড় নাম। বাংলাদেশের অশান্তির জেরে এই সংস্থার স্টকে উথালপাথাল দেখা যাচ্ছে এখন। পতন আসবে কি ?


স্টকের দাম পড়ছে, বন্ধ করতে হচ্ছে অফিসও


বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে সমস্যার মুখে পড়তে হচ্ছে ভারতের বেশ কিছু সংস্থাকে। হিংসাত্মক পরিস্থিতির জের ভারতেও এসে পড়ছে। মঙ্গলবার অর্থাৎ গতকালই বাজারে সাফোলা তেল প্রস্তুতকারী সংস্থা ম্যারিকোর শেয়ারের দাম ৪ শতাংশ পড়েছে। বাংলাদেশে এই সংস্থার ব্যবসায় এসেছে নেতিবাচক প্রভাব। বাংলাদেশ থেকে ১২ শতাংশ রিভিনিউ নিয়ে আসে ম্যারিকো। অন্যদিকে পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজ তাদের অফিস বন্ধ করতে বাধ্য হয়েছে। এই সংস্থার শেয়ারেও ৩ শতাংশ পতন এসেছে গতকাল। আর ইমামির শেয়ারের দাম পড়েছে ৪ শতাংশেরও বেশি।


বাংলাদেশে ব্যবসা রয়েছে এইসব সংস্থাগুলির


পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজ, ইমামি, বায়ার কর্প, জিসিপিএল, ব্রিটানিয়া, বিকাশ লাইফকেয়ার, ডাবর, এশিয়ান পেইনটস, পিডিলাইট, জুবিল্যান্ট ফুডওয়ার্কস, ভিআইপি, পিডিলাইট, টাটা মোটরস, হিরো মোটোকর্প এবং বাজাজ অটো ইত্যাদি সংস্থাগুলির ব্যবসা সম্প্রসারিত রয়েছে বাংলাদেশেও।


লাভ হয়েছে টেক্সটাইল সংস্থাগুলির স্টকে


তবে বাংলাদেশে এই অচলাবস্থার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সুতোর আমদানি রফতানি আর তার প্রভাব পড়েছে টেক্সটাইল সংস্থার স্টকগুলির উপর। ভারতের সুতো রফতানিতে বাংলাদেশের ২৫-৩০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। আর তাই টেক্সটাইল স্টকগুলির দাম বেড়েছে গতকাল। গোকলদাস এক্সপোর্টসের শেয়ারের দাম বেড়েছে ১৮ শতাংশ, কেপিআর মিলসে ১৬ শতাংশ, অরবিন্দ লিমিটেডের দাম বেড়েছে ১১ শতাংশ। অন্যদিকে এসপি অ্যাপারেলস, সেঞ্চুরি এনকা, কিটেক্স গারমেন্টস, নাহার স্পিনিং সংস্থার স্টকে যথাক্রমে ১৮ শতাংশ, ২০ শতাংশ, ১৬ শতাংশ এবং ১৪ শতাংশের লাফ দেখা গিয়েছে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)



আরও পড়ুন: Stock Market Opening: পতন ভুলে ৩০০ পয়েন্ট লাফ নিফটির, শুরুতেই গতি বাজারে, LIC বাড়ল ২ শতাংশ