BSNL SIM Card: কেন্দ্র সরকারের অধীনস্থ বিএসএনএল টেলিকম সংস্থা এবার সারা দেশজুড়ে ৪জি পরিষেবা দেওয়া শুরু করেছে। এছাড়া শুধু ৪জিতেই সীমাবদ্ধ থাকতে চাইছে না বিএসএনএল (BSNL SIM Card)। সম্প্রতি দেশের অন্যান্য টেলিকম সংস্থাগুলি যেমন জিও, এয়ারটেল তাদের রিচার্জ প্ল্যানের দাম অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। আর তারপরেই সস্তার প্ল্যান খুঁজতে মানুষের মধ্যে চাহিদা বেড়েছে বিএসএনএলের। এই অবস্থায় বহু মানুষকেই বিএসএনএলের সিম নেওয়ার জন্য লম্বা লাইন দিতে হয়। কিন্তু জানেন কি ঘরে বসে অনলাইনেই আপনি চাইলে আপনার বিএসএনএল সিম (BSNL SIM) পেতে পারেন। কিন্তু কীভাবে ?


সারা দেশে তৈরি হবে ৮০ হাজার টাওয়ার


কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন আগামী অক্টোবর ২০২৪ সালের মধ্যে সারা দেশে ৮০ হাজার বিএসএনএলের টাওয়ার বসানো হবে। আর বাকি আরও ২১ হাজার টাওয়ার বসানো হবে ২০২৫ সালের মার্চ মাসের মধ্যেই। অর্থাৎ আগামী বছরের মধ্যে দেশে বসবে ১ লাখ টাওয়ার। আর এই ৪জি টাওয়ারগুলিকেই পরে ৫জি টাওয়ারে স্থানান্তর করে দেওয়া হবে। কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।


ঘরে বসে এভাবে পাবেন BSNL SIM


অন্যান্য টেলিকম অপারেটর সংস্থার মত বিএসএনএলও ঘরে ঘরে সিমকার্ড ডেলিভারি দেওয়া শুরু করেছে। এর জন্য বিএসএনএল পার্টনারশিপ করেছে 'প্রুন' নামের একটি সংস্থার সঙ্গে। এই অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে অথবা এই সংস্থার ওয়েবসাইটে গিয়ে সব তথ্য দিয়ে আপনি ঘরে বসেই বিএসএনএলের সিম পেতে পারেন। সংস্থার দাবি যে এখানে সিম বুক করলে আপনি তা মাত্র ৯০ মিনিটের মধ্যে পেয়ে যাবেন।


দেখুন পদ্ধতি


প্রথমে আপনাকে যেতে হবে prune.co.in ওয়েবসাইটে।


এরপর বেছে নিতে হবে সিম কার্ড কেনার বিকল্প। দেশ হিসেবে ভারতকে বেছে নিতে হবে।


অপারেটর হিসেবে বিএসএনএল এবং এর প্ল্যান বেছে নিতে হবে।


মোবাইল নম্বর দিয়ে সেখানে ওটিপি গেলে সেটা বসিয়ে সমস্ত তথ্য পরপর বসাতে হবে।


নিজের ঠিকানা লিখে পেমেন্ট করতে হবে। আর এরপর ঘরে সিমকার্ড চলে আসবে ৯০ মিনিটের মধ্যে এবং ঘরেই আপনার কেওয়াইসি করা হবে।


তবে এখন এই সুবিধে কেবলমাত্র পাওয়া যাবে হরিয়ানার গুরগাঁও এবং উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। তবে কিছু দিনের মধ্যেই দেশের বাকি অংশেও এই সুবিধে পাওয়া যাবে।



আরও পড়ুন: Zomato Share Price: এক বছরে ১৫৫ শতাংশ বেড়েছে দাম, আরও মুনাফা দেবে জোমাটোর শেয়ার ?