Bank Holiday in August: ব্যাঙ্ক সাধারণ মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। নিত্যদিনের কাজ ছাড়াও আর্থিক সমস্ত ব্যাপারেই ব্যাঙ্কে যাওয়ার দরকার পড়ে মানুষের। টাকা তোলা হোক, টাকা জমা হোক বা অন্য কোনও ফিনান্সিয়াল কাজ, ব্যাঙ্ক (Bank Holiday) ছাড়া এক পাও চলবে না। ফলে ব্যাঙ্কে কবে কবে ছুটি থাকে তা আগে থেকে জেনে রাখলে নিজের কাজ সেরে রাখতে সুবিধে হয়। সারা বছরের মধ্যে কোন মাসে কবে কবে ছুটি থাকবে তা আগে থেকেই রিজার্ভ ব্যাঙ্ক তালিকায় প্রকাশ করে থাকে। সেই তালিকায় দেখা যাচ্ছে আগামী মাসে অর্থাৎ অগস্টে মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। দেখে নিন একনজরে এইসব ছুটির দিনক্ষণ।


জাতীয় ছুটি আছে অগস্টে অনেকগুলি


বড় বড় উৎসব যেমন জন্মাষ্টমী, রাখি পূর্ণিমা ইত্যাদি সবই রয়েছে অগস্ট মাসে। তাছাড়া ১৫ অগস্ট রয়েছে আমাদের দেশের স্বাধীনতা দিবস উদযাপন। এই জন্য এই ছুটির কথা মাথায় রেখে কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে তা আগে থেকে সেরে রাখতে হবে। তাতে আপনার সময় নষ্ট হবে না কোনওভাবেই। এই ছুটিগুলি ছাড়াও ব্যাঙ্ক আগামী মাসে অর্থাৎ অগস্টে ৪টি রবিবার ও ২টি শনিবার বন্ধ থাকবে। এটা ব্যাঙ্কের সাধারণ নিয়মিত ছুটির মধ্যেই পড়ে। এছাড়া আলাদা আলাদা রাজ্যে কিছু নির্দিষ্ট ছুটি থাকে।


অগস্টে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক


৩ অগস্ট- কের পূজার জন্য আগরতলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক


৪ অগস্ট- রবিবার পুরো দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক


৭ অগস্ট- হরিয়ালি তিজ পরবের জন্য ছুটি হরিয়ানাতে


৮ অগস্ট- গ্যাংটকে ছুটি থাকবে ব্যাঙ্ক তাদের 'গ্যাংরম লো রাং ফট' নামে উৎসবের জন্য


১০ অগস্ট- দ্বিতীয় শনিবারের কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক


১১ অগস্ট- রবিবার বন্ধ ব্যাঙ্ক


১৩ অগস্ট- দেশপ্রেমিক দিবসের জন্য ইম্ফলে ব্যাঙ্ক ছুটি


১৫ অগস্ট- স্বাধীনতা দিবস উদযাপনের জন্য সারা দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক


১৮ অগস্ট- রবিবারের জন্য ব্যাঙ্ক বন্ধ


১৯ অগস্ট- রাখি পূর্ণিমার জন্য ব্যাঙ্কে ছুটি থাকবে


২০ অগস্ট- শ্রী নারায়ণ গুরু জয়ন্তী উপলক্ষ্যে কোচি ও তিরুবনন্তপুরমে বন্ধ ব্যাঙ্ক


২৪ অগস্ট- চতুর্থ শনিবারের জন্য বন্ধ ব্যাঙ্ক


২৫ অগস্ট- রবিবার ছুটি ব্যাঙ্কে সারা দেশেই


২৬ অগস্ট- জন্মাষ্টমীর জন্য ছুটি থাকবে ব্যাঙ্কে



আরও পড়ুন: BSNL Recharge Plans: ১০৭ টাকায় বিএসএনএল- এর প্রিপেড রিচার্জ প্ল্যান, মেয়াদ একমাসের বেশি, কী কী সুবিধা পাবেন?