Telangana News: যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ইতিমধ্যেই ইউপিএসসি সিএসই-র জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সুখবর। এবার ইউপিএসসির প্রিলিমস পাশ করলেই সরকারের তরফে ১ লাখ টাকা পাবেন পরীক্ষার্থীরা। তেলেঙ্গানা সরকার দিচ্ছে এই সুযোগ। মূলত ইউপিএসসি (UPSC Exam) অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে এই পরীক্ষাটা (UPSC Aspirants) আয়োজন করা হয়ে থাকে। বেশ কিছু ধাপে এই পরীক্ষাটা হয়ে থাকে। এর মধ্যে প্রিলিমস, মেইনস এবং ইন্টারভিউর মাধ্যমে এই পরীক্ষার প্রার্থী নির্বাচন হয়ে থাকে। বহু লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসলেও খুব কম সংখ্যক পরীক্ষার্থীই পাশ করেন এই পরীক্ষায়।


এই পরীক্ষার প্রিলিমস পাশ করাটাও খুবই কঠিন। এই পরীক্ষায় পাশ করলে পরীক্ষার্থীদের সরকারের তরফ থেকে পুরস্কৃত করা হয়। আর এবার অর্থমূল্যের পুরস্কার ঘোষণা করা হয়েছে তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে।


এই যোজনার অধীনে সুবিধে পাবেন পরীক্ষার্থীরা


তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডি ইউপিএসসির প্রিলিমস পাশ করা পরীক্ষার্থীদের জন্য এবারে নতুন যোজনা চালু করেছেন। এই যোজনার মাধ্যমে ১ লক্ষ টাকা পাবেন এই পরীক্ষার্থীরা। এই যোজনার নাম রাজীব গান্ধী সিভিল অভয়াষ্টম যোজনা। এই যোজনার উদ্দেশ্যের কথা বলতে গেলে ইউপিএসসির মেইনস পরীক্ষায় পাশ করার জন্য পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান করা।


কী শর্ত


শুধুমাত্র তেলেঙ্গানার বাসিন্দারাই এই রাজীব গান্ধী অভয়াষ্টম যোজনার সুবিধে পাবেন। আর এই যোজনার সুবিধে পাবেন সকল স্তরের সকল সম্প্রদায়ের ছাত্র-ছাত্রী। ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের বার্ষিক পারিবারিক আয় হতে হবে ৮ লাখ টাকার কম।


এই সপ্তাহেই তেলেঙ্গানা সরকার মধুলতা বড়েভাথ নামের এক আদিবাসী ছাত্রীকে অর্থসাহায্য করেছে, যাতে তিনি আইআইটি পাটনায় পড়তে যেতে পারেন। মধুলতা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে আইআইটিতে সুযোগ পেলেও পারিবারিক আর্থিক অসামর্থ্যের কারণে তিনি ভর্তি হতেই পারছিলেন না। কলেজের অত লাখ টাকা দেওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না। বাবা অসুস্থ, বাড়িতে কেউ উপার্জনক্ষম ব্যক্তি না থাকার কারণে মধুলতা ভেবেছিলেন ছাগল চরিয়েই অর্থ উপার্জন করবেন। কিন্তু পাশে এসে দাঁড়ান তেলেঙ্গানা সরকারের মুখ্যমন্ত্রী এ রেভান্থ। কলেজে পড়ার জন্য যথাযথ অর্থসাহায্যের ব্যবস্থা করে দেন তিনি। স্বপ্নপূরণ হয় মধুলতার।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Recruitment News: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বিপুল নিয়োগ, বছরে ২৫ লক্ষের বেতন- আবেদন করেছেন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI