Bank Holiday List: পুরোদমে শুরু হয়ে গিয়েছে দুর্গাপূজার উদ্‌যাপন। আর এই পুজোর মরশুমেই ছুটি থাকবে ব্যাঙ্ক কর্মীদের। পুজো শুরু হয়ে গিয়েছে পঞ্চমীর আগে থেকেই তবে ব্যাঙ্ক কর্মীরা ছুটি পাবেন কি আজ থেকেই ? এই সপ্তাহে দেশের বেশ কিছু রাজ্যে বন্ধ (Bank Holiday) থাকবে ব্যাঙ্ক। ফলে ব্যাঙ্কের জরুরি কাজকর্ম থাকলে তা আর সারতে পারবেন না এই সপ্তাহে। ফের সোমবার খুলবে ব্যাঙ্ক। আঞ্চলিক ছুটির দিন হিসেবে এই সপ্তাহে বহুদিন (Bank Holiday List 2024) বন্ধ থাকবে ব্যাঙ্ক। প্রতি মাসের শুরুতেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank Holiday October) সেই মাসের ছুটির তালিকা প্রকাশ করে যেখানে সমস্ত রাজ্যের আলাদা আলাদা ছুটির দিন এবং জাতীয় ছুটির দিন ঘোষণা করা থাকে।


ব্যাঙ্ক কি আজ থেকেই বন্ধ ?


দুর্গাপূজা বা দশহরা উপলক্ষ্যে দেশের বেশ কিছু জায়গায় বন্ধ (Bank Holiday October) থাকবে ব্যাঙ্ক। আজ দুর্গাপুজোর মহাসপ্তমী। আজ থেকেই টানা সোমবার পর্যন্ত কাজ হবে না ব্যাঙ্কে। ছুটি ব্যাঙ্ক কর্মীদের। আগরতলা, গুয়াহাটি, কোহিমা ও কলকাতায় এই ছুটি থাকছে ১০ অক্টোবর ২০২৪ থেকে। এরপরে ১১ অক্টোবর শুক্রবারও বন্ধ থাকবে ব্যাঙ্ক। এদিন রয়েছে দুর্গাপুজোর মহাষ্টমী। আগরতলা, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, ইটানগর, কোহিমা, কলকাতা, পাটনা, রাঁচি ও শিলংয়ে এদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।


এরপরে ১২ অক্টোবর শনিবার মহানবমী উৎসব, সেদিন মাসের দ্বিতীয় শনিবার হলেও বন্ধ থাকবে ব্যাঙ্ক। সারা দেশে এদিন পরিষেবা বন্ধ থাকবে ব্যাঙ্কে। ফলে উল্লিখিত সমস্ত শহরে আজ ১০ অক্টোবর বৃহস্পতিবার থেকেই বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। ফলে ব্যাঙ্ক কর্মীরা একটানা ৪ দিনের ছুটি পেয়ে গিয়েছেন এই বছর অক্টোবরে।


গ্রাহকরা চাইলে কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকেও এই ছুটির তালিকা দেখে আসতে পারেন। ফলে ব্যাঙ্কে গিয়ে কোনও কাজ থাকলে তা আর এখন সারতে পারবেন না। তবে গ্রাহকদের জন্য ডিজিটাল ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা সক্রিয় থাকবে। ব্যাঙ্কে এই ধরনের ছুটির অর্থ হল শাখাগুলি বন্ধ থাকবে, কর্মীরা পাবেন ছুটি। তবে ডিজিটাল, ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবায় কোনও বিঘ্ন ঘটবে না।  


আরও পড়ুন: Ratan Tata Demise: প্রয়াত রতন টাটা, কে হবেন টাটা সাম্রাজ্যের যোগ্য উত্তরসূরি ? শীর্ষে এই ৩ নাম