Ratan Tata Succession: দেশের ব্যবসায়িক জগতের উজ্জ্বল নক্ষত্র রতন টাটা প্রয়াত। টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান, শিল্পপতি রতন টাটার মৃত্যুতে (Ratan Tata Demise) শোকের ছায়া নেমে এসেছে দেশে। গতকাল ৯ অক্টোবর ২০২৪ বুধবার ৮৬ বছর বয়সে ব্রিচ ক্যান্ডি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। তাঁর প্রয়াণের পর এখন সবথেকে বড় চর্চা শুরু হয়েছে, কে হবেন টাটার (Ratan Tata Death News) যোগ্য উত্তরসূরি ? নিঃসন্তান রতন টাটার এই সুবিশাল অর্থ-সাম্রাজ্যের দায়িত্ব কে কাঁধে নেবেন ? কে এগিয়ে নিয়ে যাবেন টাটা গ্রুপকে ?
শুধু ব্যবসায়িক জগতেই নয়, নানাবিধ কল্যাণকর কাজে নিয়োজিত থাকার জন্যও রতন টাটা বিশেষভাবে পরিচিত। ভারতের অন্যতম দয়াবান শিল্পপতি মনে করা হয় তাঁকে। শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, গ্রামীণ উন্নয়ন, বিপর্যয়কালীন ত্রাণ সর্বক্ষেত্রেই অবদান রয়েছে টাটার। আর এই কারণেই তিনি তৈরি করেছিলেন টাটা ট্রাস্ট। আজীবন অকৃতদার থেকেছেন রতন টাটা, তাঁর কোনও সন্তানাদিও নেই। ফলে তাঁর মৃত্যুতে এত বিপুল সম্পদের ভার কার উপর পড়বে তা নিয়েই উঠছে প্রশ্ন।
রতন টাটার বাবা-মায়ের নাম নাভাল টাটা এবং সোনি। নাভাল এবং সোনির বিবাহ বিচ্ছেদ হয় ১৯৪০ সালে এবং তারপর ১৯৫৫ সালে সুইস মহিলা সিমোনকে বিবাহ করেন নাভাল টাটা। নাভাল ও সিমোনের অন্যতম পুত্র নোয়েল টাটা। রতন টাটার নিজের সন্তানাদি না থাকায় এটা অনেকেই মনে করছেন যে তাঁর যোগ্য উত্তরসূরি হবেন তাঁর বৈমাত্রেয় ভাই নোয়েল। প্রয়াত টাটা গ্রুপের চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির বোনকে বিবাহ করেছিলেন নোয়েল টাটা। নোয়েল টাটার তিন সন্তান রয়েছে – মায়া, নেবিল এবং লী টাটা।
মায়া টাটা
নোয়েল টাটার কন্যা মায়া টাটার বয়স ৩৪ বছর। তিনি বায়েস বিজনেস স্কুল ও ওয়্যারউইক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। প্রথমে টাটা অপরচুনিটি ফান্ডে কাজ শুরু করেন মায়া এবং তারপর চলে যান টাটা ডিজিটালে। এখানেই তিনি টাটা নিউ অ্যাপ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। টাটা মেডিকেল সেন্টার ট্রাস্টের বোর্ড সদস্য এখন মায়া।
নেবিল টাটা
পারিবারিক ব্যবসাতেই যোগ দিয়েছেন নেবিল টাটা। টয়োটা কির্লোস্কার গ্রুপের উত্তরসূরি মানসী কির্লোস্কারকে বিবাহ করেন নেবিল। তাদের সন্তানের নাম জামশেদ টাটা। ট্রেন্ট লিমিটেডের অধীনে টাটা স্টার বাজারের দায়িত্ব সামলান নেবিল। জুডিও এবং ওয়েস্টসাইডের দায়িত্বেও আছেন তিনি।
লী টাটা
টাটা গ্রুপের হোটেল ব্যবসা সামলান লী টাটা। তার বয়স ৩৯ বছর। স্পেনের আইই বিজনেস স্কুল থেকে পড়াশোনা করেছেন লী। তাজ হোটেলের রিসর্ট ও প্যালেসে তিনি কাজ করেন। ইন্ডিয়ান হোটেল কোম্পানিতে অপারেশনস বিভাগের দায়িত্বে আছেন তিনি। ২০১০ সালে তিনি লুই ভিটোঁতে একটি ইন্টার্নশিপও করেছিলেন।
আরও পড়ুন: Ratan Tata Passed away: ভারতের শিল্প জগতে নক্ষত্র পতন, শোকস্তব্ধ দেশ