Holiday List 2025: আর্থিক রিপোর্টে অসঙ্গতি দূর করতে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক সমস্ত এজেন্সিগুলিকে নির্দেশ দিয়েছে আগামী মাসের ৩১ তারিখ সোমবার বহু রাজ্যে ছুটি ঘোষিত হলেও সেদিন সমস্ত ছুটি (Bank Holiday) বাতিল করা হয়েছে। খোলা থাকবে ব্যাঙ্ক, কোনো ছুটি মিলছে না ব্যাঙ্ককর্মীদের। সমস্ত এজেন্সি ব্যাঙ্কগুলিকে এই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রমজান ইদের (Holiday List 2025) জন্য মিজোরাম ও হিমাচল প্রদেশ বাদে সমস্ত রাজ্যেই ৩১ মার্চ ছুটি ঘোষিত হয়েছিল আগেই। তবে এবার সেই ছুটি বাতিল হল।
এই নয়া নির্দেশিকার মূল লক্ষ্য হল প্রাপ্তি ও পাওনা দেনা ইত্যাদি মিলিয়ে সমস্ত ধরনের আর্থিক লেনদেন যা ২০২৪-২৫ অর্থবর্ষে যথাযথভাবে রেকর্ড করা হয়েছে এবং এই লেনদেনের মেয়াদ ৩১ মার্চ ২০২৫-এ শেষ হবে। ৩১ মার্চ কেন্দ্র সরকারের অর্থবর্ষের সমাপ্তি চিহ্নিত করে, এর অর্থ দাঁড়ায় সরকারি রাজস্ব, অর্থের লেনদেন, সেটলমেন্ট সবই নতুন অর্থবর্ষ শুরুর আগেই শেষ করে ফেলতে হবে।
৩১ মার্চ খোলা থাকবে সমস্ত ব্যাঙ্ক
আগামী ৩১ মার্চ দেশের সমস্ত ব্যাঙ্ক খোলা থাকবে। এদিনের ছুটি বাতিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এই দিনে নিম্নলিখিত পরিষেবাগুলি পাওয়া যাবে –
সরকারি কর জমার কাজ (আয়কর, জিএসটি, কাস্টমস, এক্সাইস ডিউটি)
পেনশন পেমেন্ট, সরকারি ভর্তুকির কাজকর্ম
সরকারি কর্মীদের বেতন ও অ্যালাউয়েন্স বিতরণ
সরকারি প্রকল্প ও ভর্তুকি সংক্রান্ত লেনদেন
১ এপ্রিল ব্যাঙ্কে ছুটি
৩১ মার্চ সোমবার ব্যাঙ্ক খোলা থাকছে, কিন্তু বরাবরের নিয়ম অনুযায়ী ১ এপ্রিল ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম দিনে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এদিন দেশের প্রায় সমস্ত রাজ্যেই ব্যাঙ্ককর্মীদের ছুটি থাকবে। তবে এই ছুটি থেকে বাদ পড়েছে মেঘালয়, ছত্তিশগড়, মিজোরাম, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ।
তবে এইদিনে ছুটি থাকলেও, ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। ঘরে বসেই প্রয়োজনীয় কাজ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেরে নিতে পারবেন গ্রাহকরা। অনলাইন এবং মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা পরিষেবা চালু থাকবে।
ফেব্রুয়ারিতে কবে কবে বন্ধ ব্যাঙ্ক
১৫ ফেব্রুয়ারি – লুই-নাই-নি আঞ্চলিক উৎসবের দরুণ এদিন শনিবার ইম্ফলে ব্যাঙ্ককর্মীদের ছুটি থাকবে।
১৯ ফেব্রুয়ারি – বুধবারে বেলাপুর, মুম্বই, নাগপুরে ছত্রপতি শিবাজী জয়ন্তীর জন্য ব্যাঙ্ক বন্ধ।
২০ ফেব্রুয়ারি – আইজল ও ইটানগরে ২০ ফেব্রুয়ারি স্টেটহুড ডে উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২৬ ফেব্রুয়ারি – এদিন মহাশিবরাত্রি পড়েছে। তাই আমেদাবাদ, আইজল, বেঙ্গালুরু, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, লক্ষ্ণৌ, মুম্বই, নাগপুর, রায়পুর, রাঁচি, সিমলা, শ্রীনগর, তিরুবনন্তপুরমে ব্যাঙ্কে ছুটি থাকবে।
২৮ ফেব্রুয়ারি – লোসারের জন্য এদিন গ্যাংটকে ছুটি ব্যাঙ্ককর্মীদের।