Bank Loan: যে কোনও বেতনভুক কর্মীদের কাছে আর্থিক সমস্যা থেকে সুরাহা পেতে সবার আগে বিকল্প হয়ে ওঠে পার্সোনাল লোন। এই ঋণ নেওয়ার জন্য বিশেষ ঝামেলা পোয়াতে হয় না। নথিপত্রের প্রয়োজনও তুলনায় খুব কম। সিবিল স্কোর ভাল থাকলে এই ঋণ অনুমোদন হয়ে যায় সহজেই। ব্যাঙ্ক হোক বা এনবিএফসি, পার্সোনাল লোন নেওয়ার (Personal Loan) জন্য সেভাবে সমস্যায় পড়তে হয় না। কিন্তু এটি যেহেতু অসুরক্ষিত ঋণ তাই এর সুদের হার অনেক বেশি হয় হোম লোন বা গাড়ির লোনের তুলনায়। যারা বাড়ি কিনেছেন হোম লোন নিয়ে, সেই ঋণ শোধ হয়েছে। কিন্তু এবার বাড়ি মেরামতের (Homwe Renovation Loan) দরকার, এখন কি পার্সোনাল লোন নেবেন ? তার থেকে এই বিশেষ ঋণ নিলে আপনার অনেক টাকা বাঁচবে। কিসের আবেদন করবেন ব্যাঙ্কে দেখে নিন।


পরিবারে লোকসংখ্যা বেড়েছে তাই প্রয়োজন অনুযায়ী একটা তলা বাড়াবেন কিংবা একই তলায় বাথরুম আরেকটা করবেন ভাবছেন ? হোম ইমপ্রুভমেন্ট লোন আপনার এই চাহিদা সহজেই পূরণ করতে পারে। ব্যাঙ্ক অফ বরোদা, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, আদিত্য বিড়লা ক্যাপিটাল, পিএনবি হাউজিং ইত্যাদি সংস্থা এই হোম ইম্প্রুভমেন্ট লোন অনুমোদন দেয়।


কী কী সুবিধে এই বিশেষ ঋণে


কম সুদের হার


পার্সোনাল লোনের থেকে তুলনায় অনেক কম সুদের হারে এই হোম ইম্প্রুভমেন্ট লোন দিয়ে থাকে বেশ কিছু সংস্থা। ফলে এই ঋণ নিলে আপনার খরচ অনেকটাই বাঁচবে।


অন্য খাতে খরচ করা যায় না


পার্সোনাল লোন মঞ্জুর হলে সেই টাকা আপনি যে কোনও খাতেই খরচ করতে পারেন। ফলে অপচয় হবার সম্ভাবনা থেকে যায় সেক্ষেত্রে। কিন্তু এই বিশেষ ঋণ নিলে শুধুমাত্র বাড়ির মেরামতের জন্যেই টাকা খরচ করতে পারবেন আপনি।


অন্য পার্সোনাল লোনের সঙ্গে বিরোধ


আপনি যদি আগে থেকেই পার্সোনাল লোন নিয়ে থাকেন, তাহলেও হোম ইম্প্রুভমেন্ট লোনের অনুমোদন পাবেন আপনি। অন্য কোনও ঋণ নেওয়া থাকলেও এই ঋণ নিতে গেলে সমস্যা হবে না।


আয়করে সুবিধা


পার্সোনাল লোনের সুদের উপর কোনও কর ছাড় পাওয়া যায় না। হোম ইম্প্রুভমেন্ট লোনের ক্ষেত্রে যে সুদের টাকা আপনি দেবেন, সেক্ষেত্রে আইটিআর ফাইলিংয়ের সময় আপনি কর ছাড়ের সুবিধে পেতে পারেন।


কত সুদের হার


পার্সোনাল লোনের ক্ষেত্রে যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান ১৩-১৫ শতাংশ সুদের হার ধার্য করে, সেখানে এর থেকে অনেক কম সুদের হারে পাওয়া যায় এই বাড়ি মেরামতির ঋণ।


আরও পড়ুন: Stocks to Buy: টিভিএস গ্রুপের এই শেয়ারে দারুণ রিটার্ন, ১০ হাজার থেকেই মিলেছে ১ লাখ মুনাফা