Banking Services: ব্যাঙ্কে লকার খোলা হয় সাধারণত কিছু মূল্যবান জিনিস বা নথিপত্র সুরক্ষিত রাখার জন্য। প্রতিটি লকারের জন্য আলাদা আলাদা চাবি থাকে, যা কেবলমাত্র সংশ্লিষ্ট নথি জমা দেওয়ার পরেই পাওয়া যায় এবং ব্যাঙ্কের অনুমতিক্রমে সেই লকার (Bank Locker Key) পর্যবেক্ষণ করা যায়। এই লকারের চাবি বা লকারের পরিষেবাকে ঘিরে ব্যাঙ্কের নিজস্ব কিছু শর্ত ও নিয়ম-নীতি থাকে, তা অবশ্যই মেনে চলতে হবে। কিন্তু এই লকারের চাবি যদি আপনি হারিয়ে ফেলেন, কী হবে তারপরে ?
ব্যাঙ্কের লকারের চাবি হারিয়ে ফেললে প্রথমেই আপনাকে ব্যাঙ্ককে এই বিষয়ে অবগত করতে হবে। এরপরে নিকটবর্তী থানায় এর জন্য আপনাকে FIR করাতে হবে। কিন্তু চাবি হারিয়ে যাওয়ার পরে কি আর সেই লকার অপারেট করা যাবে না ? প্রতিটি ব্যাঙ্কই এই ধরনের ক্ষেত্রে বিকল্প চাবির (Bank Locker Key) বন্দোবস্ত করে থাকে অথবা দ্বিতীয় কোনো লকার ব্যবহারের জন্য দিয়ে থাকে। চাবি যদি না পাওয়া যায়, ব্যাঙ্ককে প্রয়োজনে সেই লকার ভেঙে এর ভিতরের জিনিসপত্র অন্য লকারে স্থানান্তরিত করতে হয়। এর মাধ্যমে নতুন লকারের আরেকটি চাবি আপনাকে দেওয়া হবে। শুধু তাই নয়, এই লকার ভাঙা এবং তা আবার সারাই করার জন্য প্রয়োজনীয় খরচও যার নামে লকার ইস্যু হয়েছে, তাকেই বহন করতে হবে।
জয়েন্ট লকার হোল্ডারের ক্ষেত্রে সকলকে উপস্থিত থাকতে হবে লকার খোলা বা ভাঙার সময়, অথবা যিনি অনুপস্থিত থাকবেন তাঁর পক্ষ থেকে একটি অনুমতিপত্র ব্যাঙ্কের কাছে জমা দিতে হবে। গ্রাহক এবং ব্যাঙ্ক প্রতিনিধির উপস্থিতিতেই এই ব্যাঙ্কের লকার (Bank Locker Key) ভাঙা বা খোলা হবে চাবি হারানোর পরে।
কোনো গ্রাহক যদি টানা তিন বছর ব্যাঙ্কের লকারের ভাড়া জমা না দেন, তাহলে ব্যাঙ্ক কর্তৃপক্ষের অধিকার আছে লকার ভেঙে সেই জিনিস বাজেয়াপ্ত করে নেওয়ার। এছাড়া সমস্ত ভাড়া দেওয়া হলেও যদি টানা ৭ বছর গ্রাহক এই লকার অপারেট না করেন তাহলেও একই ঘটনা ঘটতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: PM Vishwakarma Yojana: এই সরকারি স্কিমে রোজ পাবেন ৫০০ টাকা, মিলবে ঋণও- কীভাবে আবেদন ?