পারথ: মাঝে আর ৪ দিন। এরপরই বর্ডার গাওস্কর ট্রফির প্রথম টেস্টে মাঠে নেমে পড়বে ভারতীয় দল। তার আগে এই মুহূর্তে ওপটাস স্টেডিয়ামেই প্রস্তুতি ম্য়াচ খেলছে টিম ইন্ডিয়া। দু দলের ভাগ হয়ে এই ম্যাচে অংশ নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। যেখানে রোহিতের পরিবর্ত হিসেবে ওপেনিংয়ে যার নাম ভেসে আসছিল সেই অভিমন্যু ঈশ্বরণ নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন না। অন্যদিকে, উড়ে দুটো দুরন্ত ক্যাচ লুফে নিলেন বিরাট কোহলি। সবচেয়ে আলোচনার বিষয় যশস্বী জয়সওয়ালের লেগস্পিন। ওয়াকায় রীতিমত হাত ঘোরালেন তরুণ ওপেনার।
রোহিত না খেললে গিলের সঙ্গে অভিমন্যু ঈশ্বরণকেই দেখা যেতে পারে, এমনটাই শোনা যাচ্ছিল। তার ওপর আঙুলে চোট পেয়ে প্রথম টেস্টে গিল অনিশ্চিত হওয়ার পর সেই সম্ভাবনা আরও উজ্জ্বল হচ্ছিল। কিন্তু প্রস্তুতি ম্য়াচে একেবারেই রান পেলেন না ঈশ্বরণ। অন্যদিকে রুতুরাজ গায়কোয়াডকে দেখা গেল বেশ কয়েকটি বল গ্য়ালারিতে ফেলতে। অশ্বিনের বলেও বেশ সাবলীলভাবে ব্যাট করতে দেখা গেল সিএসকে ক্যাপ্টেনকে। স্লিপে বিরাট দুটো ক্যাচ লুফলেন।
বল হাতে স্বাভাবিকভাবেই বুমরা বেশ কয়েকবার সমস্যায় ফেললেন দলের ব্যাটারদের। বলি লেংথে বল করে গেলেন টানা। সিরাজ, আকাশ দীপ, হর্ষিত প্রত্যেকেই বেশ ভাল বল করলেন গৌতম গম্ভীর ও মর্নি মর্কেলের কড়া নজরদারিতে। প্রথম টেস্টে পেস বোলিং বিভাগে বুমরার পাশাপাশি জায়গা করে নেওয়ার লড়াইটা যে বাকিদের মধ্যে হাড্ডাহাড্ডি হবে, তা বলাই যায়। এরই মাঝে স্পিন বোলার হিসেবে যশস্বীকে দেখা গেল। বেশ কয়েক ওভার বল করলেন। মূলত লেগস্পিন করে গেলেন। ঈশান কিষাণ তাঁকে একটি পেল্লাই ছক্কাও হাঁকালেন।
ভারতীয় ব্যাটারদের শর্ট বল খেলার দুর্বলতা যদিও আরও একবার পরিষ্কার বোঝা গেল। সরফরাজ, পন্থ প্রত্যেকেই শর্ট বল খেলার ক্ষেত্রে একটু বিব্রত হলেন। কামিন্স, স্টার্ক, হ্যাজেলউডদের বিরুদ্ধে যে সমস্যা আরও বাড়বে তা ভালই বুঝতে পারছিলেন গম্ভীর। তাই আলাদা করে প্রত্যেকের সঙ্গে কথাও বললেন ।
এদিকে, রঞ্জিতে দুরন্ত পারফরম্য়ান্সের পর মহম্মদ শামিকে বর্ডার গাওস্কর ট্রফিতে ভারতীয় স্কোয়াডে ঢোকানোর দাবি উঠেছে জোরালোভাবে। বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর শামিকে দলে ভীষণভাবে চাইছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যোগ দিতে পারেন বাংলার হয়ে ঘরায়া ক্রিকেট খেলা তারকা পেসার।