Bank News: যদি এক বা একাধিক ব্যক্তি একটি ব্যাঙ্কে লকার ভাড়া (Bank Lockers New Rule) করে থাকে, তাহলে এই ধরনের লোকেরা ব্যাঙ্ক লকার খোলার জন্য এক বা সর্বোচ্চ চারজনকে নমিনি করা য়েতে পারে। সংসদে (Sansad) বিল পাশ করে এই নিয়ম তৈরি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার, 9 আগস্ট, 2024-এ, অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লোকসভায় ব্যাঙ্কিং আইন সংশোধনী আইন 2024 (Banking Laws Amendment Act 2024) পেশ করেন, যেখানে এই বিধান রাখা হয়েছে।


কী রয়েছে এই নতুন নিয়মে
1949 সালের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের 45ZE ধারার প্রস্তাব অনুসারে, যদি এক বা একাধিক ব্যক্তি একটি ব্যাঙ্কিং কোম্পানি থেকে একটি লকার ভাড়া করে থাকে যা একটি সেফ ডিপোজিট ভল্টে বা অন্য কোথাও থাকে, তাহলে এক বা একাধিক ব্যক্তি একসঙ্গে একজনকে বা চারজনের বেশি নমিনি করতে পারেন। যাতে লকার ভাড়া করা ব্যক্তি বা সব ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে, ব্যাঙ্কিং সংস্থা নমিনিকে ব্যাঙ্ক লকারের অ্যাক্সেস দিতে পারে এবং তাদের লকারে উপস্থিত জিনিসগুলি নেওয়ার অধিকার দিতে পারে।


নতুন ব্যাঙ্কের বিলে কী রয়েছে
বিলের বিধান অনুযায়ী, একাধিক ব্যক্তিকে পালাক্রমে নমিনি করা গেলেও একবারে একজন নমিনির নাম কার্যকর হবে। প্রথম নমিনেটেড ব্যক্তির নাম বৈধ থাকবে যতদিন তিনি বেঁচে থাকবেন। প্রথম নমিনির মৃত্যুর পরই দ্বিতীয় মনোনীত প্রার্থীর মনোনয়ন কার্যকর হবে। অতঃপর, যার নাম থাকবে তিনিই পূর্ববর্তী সকল মনোনীত প্রার্থীর মৃত্যুর পর নমিনি হিসেবে বিবেচিত হবেন। অর্থাৎ যে ক্রমানুসারে নমিনির নাম দেওয়া হয়েছে সেই ক্রমেই তা প্রযোজ্য হবে।


 আরও নতুন নিয়ম রয়েছে বিলে


এই বিলে আরও একটি বিধান রয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টধারক একজনের বেশি এবং সর্বোচ্চ চারজনকে মনোনীত করতে পারবেন। বিলের বিধান অনুযায়ী হিসাবধারী ৪ জনের বেশি নমিনির নাম ঘোষণা করতে পারবেন না। অ্যাকাউন্ট হোল্ডারকে প্রত্যেক নমিনির নামের সামনে জমার পরিমাণের অনুপাত ঘোষণা করতে হবে। অ্যাকাউন্টে জমা হওয়া সম্পূর্ণ অর্থের জন্য মনোনীত ব্যক্তির নাম দিতে হবে। মনোনীতদের সংখ্যা বাড়ানো ব্যাঙ্কগুলিতে দাবি না করা আমানতের সমস্যা মোকাবেলায় সহায়তা করবে এবং অ্যাকাউন্টে জমাকৃত পরিমাণ সঠিক মনোনীত ব্যক্তিকে দেওয়া যেতে পারে।


Rahul Gandhi Stocks: এক স্টকেই বিপুল লাভ রাহুল গাঁধীর, আয় বাড়ল বহুগুণ