প্যারিস: কুঁচকির চোট তাঁকে বহুদিন ভোগাচ্ছে। তবে অলিম্পিক্সের (Paris Olympics) জন্য অস্ত্রোপচারের ঝুঁকি নেননি। প্যারিস অলিম্পিক্সের পরই অবশ্য অস্ত্রোপচারের পথে হাঁটতে পারেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। দ্রুতই তিনি কুঁচকির অস্ত্রোপচার করাতে পারেন বলে খবর সূত্রের।


টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন। নীরজই হচ্ছেন অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনাজয়ী ভারতের একমাত্র অ্যাথলিট। প্যারিসে সোনা পাননি। তবে হতাশও করেননি নীরজ। রুপো জেতেন হরিয়ানার অ্যাথলিট। সোনা পান পাকিস্তানের আর্শাদ নাদিম।


প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিনে রুপো জয়ের পরই নীরজকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রশ্ন করেন, 'নীরজ আপনার চোটের জন্য কী করা উচিত বলুন ভাই?' নীরজ বলেন, 'দলের সঙ্গে আলোচনা করে সেই সিদ্ধান্ত নেব স্যর। তবে প্রতিযোগিতা খুব প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল। চোট নিয়েও থ্রো করে দেশের জন্য পদক আনতে পেরে আমি খুশি।'


চোট নিয়েও যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নীরজ, মুগ্ধ প্রধানমন্ত্রী মোদি। বলেন, 'না, না আপনি দারুণ করেছেন। আগের বারও সোনা জিতেছিলেন অলিম্পিক্সে। আমার মনে আছে, টোকিও অলিম্পিক্সেও আপনার প্রতিপক্ষের খেলার প্রশংসা করেছিলেন। আপনি বলেছিলেন কড়া টক্কর হয়। চোট নিয়েও যেভাবে খেলেছেন, তা বেশ আশ্চর্যজনক।'       


 






প্রধানমন্ত্রীর ফোনের পরই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন নীরজ। শোনা যাচ্ছে, তিনজন চিকিৎসক নীরজের কুঁচকিতে অস্ত্রোপচার করবেন।                        


 






আরও পড়ুন: চেয়েচিন্তে প্রতিযোগিতায় অংশগ্রহণের খরচ উঠত, খাবার জোগাড় করতেই হিমশিম খেতেন নাদিম