ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখেন নিরাপদ ভবিষ্যতের জন্যই। নিশ্চয়ই এটাও ভেবে রাখেন, আপনার পর এই টাকা কার প্রাপ্য হবে।  প্রতি গ্রাহককেরই  নিশ্চিত করা জরুরি যে  তাঁদের গচ্ছিত টাকার পরবর্তী দাবিদার কে বা কে কে। অ্যাকাউন্টে নমিনির নাম নথিভুক্ত করা অত্যন্ত জরুরি। এর ফলে, যদি অ্যাকাউন্ট হোল্ডারের খারাপ কিছু হয়ে যায়, তাহলে টাকা কাকে দেওয়া হবে, তা নিয়ে স্পষ্ট ধারণা থাকে । ব্যাঙ্কও এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারে। আর টাকা পয়সা নিয়ে আত্মীয়দের মধ্যে ঝগড়াঝাঁটিও কম হয়। কিন্তু প্রশ্ন হল, যদি অ্যাকাউন্টে আগে থেকে নথিভুক্ত নমিনিরও মৃত্যু হয়, তাহলে টাকা কার কাছে যাবে? এ  ক্ষেত্রে, ব্যাঙ্ককে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়। অ্যাকাউন্ট হোল্ডারের টাকা কাকে দেওয়া হবে। 

Continues below advertisement

এর জন্য দীর্ঘ আইনি প্রক্রিয়া করতে হত। কিন্তু এখন এর জন্য ভারত সরকার নতুন নিয়ম চালু করেছে। এর ফলে, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুক্ত নমিনিরও মৃত্যু হয়, তাহলেও ব্যাঙ্ককে টাকা কাকে দিতে হবে, সেই বিষয়ে কোনও সমস্যা হবে না। আসুন জেনে নিই, এমন পরিস্থিতিতে টাকা কাকে দেবে ব্যাঙ্ক।  

নমিনির মৃত্যু হলে টাকা কাকে পাওয়া যাবে?

ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনির নাম নথিভুক্ত করা জরুরি। যার ফলে, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়, তাহলে নমিনি আইনত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা টাকার মালিক হয়ে যায়। কিন্তু সমস্যা তৈরি হয়, যখন  অ্যাকাউন্টে যে নমিনির নাম নথিভুক্ত আছে, তাঁরও মৃত্যু হয়। তাহলে এমন পরিস্থিতিতে টাকা কাকে দেওয়া হবে?  

Continues below advertisement

এমন পরিস্থিতিতে ব্যাঙ্ক কী করবে, তা এখন নতুন নিয়মে অনেক সহজ হয়ে গিয়েছে। কিন্তু এই নমিনি অন্য কেউ হবে। এখন অনেকের মনে প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? সরকারের তরফে ব্যাঙ্কগুলিতে নমিনি সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনা হয়েছে। যা ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে। 

একজনের বদলে চারজন নমিনি হতে পারে

 নতুন নিয়ম অনুযায়ী, এখন একজন অ্যাকাউন্ট হোল্ডার তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা লকারে চার জন পর্যন্ত নমিনি রাখতে পারেন। এই নামগুলি আপনি হয় একসঙ্গে অথবা ক্রম অনুযায়ী অর্থাৎ সাকসেসিভ পদ্ধতিতে নথিভুক্ত করতে পারেন। যদি আপনি ক্রম অনুযায়ী নাম নির্বাচন করেন এবং প্রথম নমিনির মৃত্যু হয়, তাহলে পরবর্তী নমিনি সক্রিয় হয়ে যাবেন এবং টাকা তাঁর অ্যাকাউন্টে দেওয়া যাবে। 

 অর্থাৎ, প্রথম নমিনির মৃত্যুর পর নিয়ম অনুযায়ী, পরবর্তী ব্যক্তি দাবি করতে পারবেন। যদি সেই নমিনির কিছু হয়, তাহলে তার পরের জন দাবি করবেন। এর ফলে, ব্যাঙ্কের সামনে কোনও বিবাদ থাকবে না। কারণ, নিয়ম স্পষ্টভাবে জানায় যে, কোন নমিনি কবে সক্রিয় হবেন। এই নতুন বিধানটি ব্যাঙ্কিং লজ (সংশোধনী) আইন, ২০২৫-এর অংশ। যা ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।