সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৩৯ নম্বর বুথে ICDS কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ। ICDS কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে BLO-র বিরুদ্ধে। ICDS কেন্দ্রে বসেই ফর্ম বিলি করছেন বিএলও মধুসূদন মণ্ডল, গতকাল এই অভিযোগ ঘিরে অসন্তোষ ছড়ায় এলাকায়। অসন্তোষের মুখে পড়ে, পরে বাড়ি বাড়ি গিয়েই এনুমারেশন ফর্ম বিলি করেন BLO, তবে ICDS -কেন্দ্রে বসে ফর্ম বিলির অভিযোগ যদিও অস্বীকার করেছেন ওই বুথ লেভেল অফিসার। 

Continues below advertisement

আইসিডিএস কেন্দ্রে বসে এনুমারেশন ফর্ম বিলি করার অভিযোগ যে বিএলও- র বিরুদ্ধে উঠেছে, সেই ব্যক্তিওর্থাত মধুসূদন মণ্ডল বলছেন, এমন কোনও কাজ তিনি করেননি। বরং তিনি জানিয়েছেন বাড়ি বাড়ি গিয়েই ফর্ম দিয়েছেন। গতকাল আইসিডিএস কেন্দ্রে বসে ফর্ম 'সর্টিং'- এর কাজ করছিলেন তিনি। একসঙ্গে বোঝাই করা অনেক ফর্ম থাকে। সেগুলি টেনে বের করতে অসুবিধা হয়। হারিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। এইসব অসুবিধা এড়ানোর জন্য আগে থেকে ফর্ম বাছাই করে রাখছিলেন তিনি। যাতে বাড়ি বাড়ি গিয়ে বিলি করার সময় কোনও প্রকার সমস্যা না হয়। সেই সময় গ্রামবাসীদের কয়েকজন ওই আইসিডিএস কেন্দ্রে ঢুকে আসেন। বলতে থাকেন যে বিএলও কেন ওখানে বসে ফর্ম বিলি করছেন... এর পাশাপাশি ওই বিএলও এও জানিয়েছেন যে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়ার নিয়ম তিনি জানেন। নির্বাচন কমিশনের থেকে প্রশিক্ষণ নিয়েই কাজে এসেছেন। 

তবে এই বিএলও- র বিরুদ্ধে বেছে বেছে বিভিন্ন বাড়িতে যাওয়ার অভিযোগ উঠেছে। আগে অবশ্য বিভিন্ন বাড়িতে গিয়েই তিনি এনুমারেশন ফর্ম বিলি করেছিলেন। তবে গতকাল বেছে বেছে বাড়িতে যাচ্ছিলেন ওই বিএলও। বিজেপির অভিযোগ, শাসক দলের মদতেই এভাবে বেছে বেছে তৃণমূল সমর্থকদের বাড়ি যাচ্ছেন ওই বিএলও। তবে স্থানীয় তৃণমূল উপপ্রধান জানিয়েছেন, কোনও বিক্ষোভ হলে তাঁর কাছে খবর যেত। নির্বাচন কমিশনের থেকে ওই বিএলও প্রশিক্ষণ নিয়েই কাজে এসেছেন। অতএব তিনি যা ভাল বুঝছেন সেটাই করছেন। 

Continues below advertisement

এদিকে দিকে দিকে বিএলও- দের এনুমারেশন ফর্ম বিলি করাকে কেন্দ্র করে উঠছে অনেক অভিযোগ। কোথাও বিএলও- রা আক্রান্ত হচ্ছেন। কোথাও আবার তাঁদের বিরুদ্ধেই উঠছে সঠিক ভাবে ফর্ম বিলি না করার অভিযোগ। অনেক জায়গা থেকেই এমন অভিযোগ উঠে এসেছে যে বিএলও ভোটারদের বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিচ্ছেন না। কখনও চায়ের দোকান বসেই বিলি করছেন ফর্ম। কখনও বা জায়গা বদলে হচ্ছে অন্য কোথাও।