Bank of Baroda FD:  সম্প্রতি দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের সুবিধার্থে একটি নতুন স্থায়ী আমানত স্কিম (Fixed Deposit Scheme) চালু করেছে। অমৃত বৃষ্টি নামের এই বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমে ৪৪৪ দিনের মেয়াদে পাওয়া যাবে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ। এসবিআইয়ের মত ব্যাঙ্ক অফ বরোদাতেও শুরু হল বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম। এসবিআইয়ের (Bank of Baroda Special FD) থেকেও এখানে বেশি সুদ পাবেন গ্রাহকরা। জানুন এই বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কে সমস্ত তথ্য। 


স্টেট ব্যাঙ্কের অনুসরণে ব্যাঙ্ক বরোদা চালু করেছে এই বিশেষ ডিপোজিট স্কিম। এর নাম দেওয়া হয়েছে মনসুন ধামাকা ডিপোজিট স্কিম। এই স্কিমের অধীনে গ্রাহক ৩৩৩ দিন এবং ৩৯৯ দিন এই দুটি মেয়াদে আমানত করতে পারবেন। ৩৩৩ দিনের মেয়াদে সাধারণ নাগরিক সুদ পাবেন ৭.১৫ শতাংশ এবং ৩৯৯ দিনের মেয়াদে সুদ মিলবে ৭.২৫ শতাংশ। বিগত ১৫ জুলাই ২০২৪ তারিখে এই নতুন স্কিমটি চালু হয়। ৩ কোটি টাকার নিচে আমানতের উপর এই দুটি মেয়াদে ফিক্সড ডিপোজিট করতে পারবেন সাধারণ নাগরিকরা।


প্রবীণ নাগরিকরা এই দুটি মেয়াদের ফিক্সড ডিপোজিটে অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদ পাবেন। অর্থাৎ প্রবীণ নাগরিকদের জন্য ৩৯৯ দিনের মেয়াদে সুদ মিলবে ৭.৭৫ শতাংশ এবং ৩৩৩ দিনের মেয়াদে স্থায়ী আমানতে সুদ মিলবে ৭.৬৫ শতাংশ। ৩ কোটি টাকার বেশি আমানতকে বলা হয় নন-কলেবল ডিপোজিট। এই ধরনের আমানতের ক্ষেত্রে অতিরিক্ত ১৫ বেসিস পয়েন্ট সুদ পাওয়া যাবে। অর্থাৎ ১ কোটি টাকার বেশি আমানতের ক্ষেত্রে আপনি সুদ পাবেন ৭.৯০ শতাংশ (৩৯৯ দিনের মেয়াদে)। ১ কোটি থেকে ৩ কোটি টাকার আমানতে এই সুদ পাবেন।


বর্তমানে ব্যাঙ্ক অফ বরোদায় ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে ৪.২৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ পান সাধারণ মানুষ। ১ বছরের ফিক্সড ডিপোজিটে যেখানে সাধারণ মানুষরা ৭.১ শতাংশ সুদ পান, সেখানে প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৬০ শতাংশ সুদ। ২৭০ দিন থেকে ১ বছরের মেয়াদে স্থায়ী আমানতে সুদ মেলে ৬.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য ৬.৭৫ শতাংশ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Microsoft Global Outage: কম্পিউটার, ল্যাপটপ খুললেই উইন্ডোজে ব্লু স্ক্রিন, কীভাবে ঠিক করবেন ত্রুটি ?