নয়া দিল্লি: পুজোর আগে সমস্যায় পড়তে চলেছেন এই ব্যাঙ্কের গ্রাহকরা। কারণ চতুর্থী এবং পঞ্চমীতে বেশ কিছু পরিষেবা দিতে পারবে না ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, শুক্রবার এ কথা জানিয়ে দেয় এই রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক।
কী জানান হয়েছে?
একটি বিজ্ঞপ্তি দিয়ে জানান হয়েছে ৯ অক্টোবর বেলা দেড়টা থেকে ১০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত ব্যাঙ্কের বেশ কিছু পরিষেবা বন্ধ থাকবে। বলা হয়েছে আমরা গ্রাহকদের সুবিধার্থে প্রযুক্তিগত কিছু বিষয় আপগ্রেড করার জন্য পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। এই সময়ের মধ্যে NEFT, RTGS পরিষেবা ব্যাহত হবে। মিসকল এককোয়ারি সিস্টেম, আইভিআর সিস্টেম, পাসবুক/স্টেটমেন্ট পাওয়ার মতো নিত্যদিনের পরিষেবাও বন্ধ থাকবে। বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা।
এই সময়ের মধ্যে ATM, UPI, Mobile Banking, Internet Banking, IMPS ব্যাহত হতে পারে বলেই জানান হয়েছে। অক্টোবর মাসের এক তারিখ থেকে বন্ধ হয়ে যেতে চলেছে এলাহাবাদ ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইত্যাদি ব্যাঙ্কগুলির চেক বুক।
সংযুক্তিকরণের পর মূলত এলাহাবাদ ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে এবং ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মূলত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক-এর সঙ্গে যুক্ত হয়েছে। তবে গ্রাহকদের বার বার জানানো হচ্ছে নতুন চেক বই সংগ্রহের।