ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক  ১ নভেম্বর অর্থাৎ কাল থেকেই কতগুলি নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে। ডিপোজিট অ্যাকাউন্ট , লকার এবং নিরাপদ হেফাজতে রাখা জিনিসপত্রের (safe deposit lockers and articles kept in safe custody)এর নমিনেশন ফেসিলিটির ক্ষেত্রে এই পরিবর্তন করা হচ্ছে। এখন থেকে ব্যাঙ্কগুলিকে যে কোনও ডিপোজিট অ্যাকাউন্ট খোলানোর সময় গ্রাহকদের মনোনয়নের সুবিধা সম্পর্কে স্পষ্টভাবে জানাতে হবে। অর্থাৎ নতুন কী নিয়ম লাগু হচ্ছে, তা জানাতে হবে। 

Continues below advertisement


অ্যাকাউন্ট খোলার সময়, ব্যাঙ্কগুলিকে মনোনয়ন সুবিধার উদ্দেশ্য এবং সুবিধাগুলি স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে। যেমন, যিনি অ্যাকাউন্ট খুললেন, তাঁর মৃত্যুর  ঘটনায় একজন নমিনি রাখা কতটা জরুরি! তাঁর মৃত্যু ঘটলে  মনোনীত ব্যক্তি থাকলে, আমানতে থাকা টাকা পরবর্তী দাবিদারের কাছে সহজে পৌঁছে যায় ,  আইনি বিলম্ব ছাড়াই। 


যদি কোনও গ্রাহক নমিনি রাখবেন না বলে  সিদ্ধান্ত নেন, তাহলে ব্যাঙ্ককে তার সিদ্ধান্ত নিশ্চিত করে একটি লিখিত ঘোষণাপত্র দিতে হবে। যেসব ক্ষেত্রে গ্রাহক এই ধরনের ঘোষণাপত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি হবেন, সেসব ক্ষেত্রে, আরবিআইয়ের সর্বশেষ নিয়ম অনুসারে, ব্যাঙ্কে তাদের অভ্যন্তরীণ রেকর্ডে গ্রাহকের অস্বীকৃতির বিষয়টি নোট রাখতে হবে। 


তবে, কোনও অবস্থাতেই শুধুমাত্র মনোনয়ন বা নমিনি রাখতে অস্বীকৃতি জানানোর জন্য কোনও গ্রাহককে অ্যাকাউন্ট খোলা থেকে বঞ্চিত করা বা বিলম্বিত করা যাবে না। তবে অ্যাকাউন্ট খোলার জন্য অন্যান্য সমস্ত প্রয়োজনীয়তা সন্তোষজনকভাবে পূরণ করতে হবে। 


কিন্তু যদি আমানত গ্রহণের আগেই  নমিনি মধ্যে কেউ মারা যান, তাহলে সেই নির্দিষ্ট মনোনয়ন বাতিল হয়ে যাবে। এরপর ব্যাঙ্কগুলি আরবিআই-এর নিয়ম মেনে, কোনও বৈধ মনোনয়নের অস্তিত্ব না থাকা ক্ষেত্রে যা করা হয় তাই করবে।


এবার থেকে তাই পাসবুক এবং স্টেটমেন্টে মনোনীত ব্যক্তির বিবরণও থাকবে। ব্যাঙ্কগুলিকে তেমনই নির্দেশ দিয়েছে আরবিআই । পাসবই, অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং মেয়াদী আমানতের রসিদেও সরাসরি নমিনির নিবন্ধনের অবস্থা লেখা থাকবে।  ১ নভেম্বর থেকে ব্যাঙ্কে লকারের জন্য নমিনির নিয়মও পরিবর্তন হচ্ছে। গ্রাহকরা এখন একাধিক নমিনি মনোনীত করতে পারবেন, যার ফলে দাবি নিষ্পত্তি সহজ হবে। গ্রাহকরা এখন কেবল একজন নয়, চারজন নমিনি যোগ করতে পারবেন। এই পরিবর্তনটি ১ নভেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে।