নয়া দিল্লি: বছর শেষের আগেই ফের ব্যাঙ্কিং পরিষেবায় (Banking) সমস্যা দেখা দিতে পারে। চলতি সপ্তাহেই ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হয়েছে। এর ফলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (State Bank of India) ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হতে পারে বলে জানান হয়েছে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (United Forum of Bank Unions) এই ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে বলে এসবিআই-এর তরফে জানান হয়েছে।
১৬ ও ১৭ই ডিসেম্বর দুদিনের ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছে এই ইউনিয়ন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সূত্রে খবর, AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF,INBOC সহ একাধিক সংগঠনের ডাকে দেশব্যপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর জেরে ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হবে বলেই জানান হয়েছে স্টেট ব্যাঙ্কের তরফে।
যদিও তাঁদের তরফে বলা হয়েছে, "আমরা আমাদের কর্মীদের পরামর্শ দিচ্ছি ব্যাঙ্ক ধর্মঘটের দিনে আমাদের সমস্ত শাখা ও অফিসগুলিতে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে। কিন্তু ধর্মঘটের রেশ পড়তে পারে। ব্যাঙ্কের কাজ প্রভাবিত হতে পারে।" SBI আরও জানিয়েছে যে ধর্মঘটের সময় তার শাখাগুলিতে স্বাভাবিক কাজকর্ম নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।
সরকারি ব্যাঙ্কগুলি কেন্দ্রের ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে এই দু'দিনের ধর্মঘটের ডাক দিয়েছে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (AIBOC)-এর সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেছেন যে PSB গুলিকে বেসরকারীকরণ করলে অর্থনীতি খাতগুলিকে ক্ষতিগ্রস্ত করবে। এছাড়াও স্ব-সহায়ক গোষ্ঠী এবং গ্রামীণ অর্থনীতিতে ঋণ প্রবাহকে ক্ষতিগ্রস্ত করবে।
অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ) এর সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কটাচালাম বলেছেন যে গত ২৫ বছর ধরে, ইউএফবিইউ-এর ব্যানারে "আমরা ব্যাঙ্কিং সংস্কারের নীতিগুলির বিরোধিতা করে আসছি যা সরকারী ক্ষেত্রের ব্যাঙ্কগুলিকে দুর্বল করার লক্ষ্যে তৈরি করা"।
এর আগে, ১১ ও ১২ তারিখ বন্ধ ছিল এসবিআই-এর ব্যাঙ্কিং পরিষেবা। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, SBI internet banking পরিষেবা উন্নত করতেই পরিষেবা বন্ধ করা হয়েছিল।