নয়াদিল্লি: ২১ বছর পর ফের এক ভারতীয় তনয়ার মাথায় উঠল 'মিস ইউনিভার্স'-এর মুকুট। পঞ্জাবের হরনাজ কৌর সান্ধু (Harnaaz Kaur Sandhu) হলেন 'মিস ইউনিভার্স ২০২১' (Miss Universe 2021)। ২০০০ সালে লারা দত্ত (Lara Dutta) ছিলেন শেষ ভারতীয়, যিনি এই খেতাব জিতেছিলেন।
ভারতের মেয়ের এই জয়ে খুশি দেশবাসী। তাঁকে শুভেচ্ছা জানিয়ে ট্য়ুইটারে পোস্ট করলেন প্রাক্তন মিস ইউনিভার্স লারা দত্ত। নিজের ট্যুইটার হ্যান্ডলে তিনি লেখেন, 'শুভেচ্ছা হরনাজ সান্ধু! আমাদের দলে স্বাগত! আমরা দীর্ঘ ২১ বছর এই দিনটার জন্য অপেক্ষা করেছি। তুমি আমাদের ভীষণ ভীষণ গর্বিত করেছ। কোটি কোটি স্বপ্ন সফল হল।' 'মিস ইউনিভার্স'-এর ট্যুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা শিরোপা জেতার ভিডিও তিনি রিট্যুইটও করেন এদিন।
আরও পড়ুন: Tonic Update: দলের 'সর্বকনিষ্ঠ' সদস্য পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে র্যাফ্টিংয়ের ভিডিও প্রকাশ দেবের
২১ বছরের পঞ্জাবী তরুণী হরনাজ কৌর সান্ধুর মূল দুই প্রতিপক্ষ ছিলেন প্যারাগুয়ের নাদিয়া ফেরেরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা মাওয়ানে। মিস সান্ধুকে এদিন মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন গত বছর অর্থাৎ ২০২০-এর 'মিস ইউনিভার্স', মেক্সিকোর অ্যান্ড্রিয়া মেজা।
চণ্ডীগড়ের মডেল হরনাজ সান্ধুর আগে মাত্র দু'জন ভারতীয়ই এই 'মিস ইউনিভার্স'-এর খেতাব জেতেন। ১৯৯৪ সালে অভিনেত্রী সুস্মিতা সেন, ২০০০ সালে অভিনেত্রী লারা দত্ত। এরপর দীর্ঘ ২১ বছর পর আবার এক ভারতীয় কন্যার সেরার শিরোপা জেতার খবরে খুশি দেশবাসী। নাম ঘোষণা হওয়ার পর মঞ্চে আনন্দে কেঁদে ফেলেন তিনি।