Stock Market News: দেউলিয়া হতে বসেছে এই সংস্থা। ঋণের দায়ের জর্জরিত অবস্থা। আর সেই সংস্থাই এবার কিনতে চলেছেন আদানি। ১২৫০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আদানি গ্রুপ। জয়প্রকাশ অ্যাসোসিয়েটস লিমিটেড সংস্থায় বিনিয়োগ করবেন এবার আদানি। বিশেষজ্ঞদের মতে এই সংস্থার দেউলিয়া হওয়ার খবরে অনেকেই (Adani Group) কেনার প্রস্তাব দিয়েছেন যাদের মধ্যে আদানি সবথেকে বেশি দর দিয়েছেন বলে জানা গিয়েছে।

অগ্রিম দেওয়ার জন্য প্রস্তুত আদানিও

সূত্রগুলি আরও জানিয়েছে যে আদানি গ্রুপ ৮ হাজার কোটি টাকারও বেশি অগ্রিম অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছে জয়প্রকাশ অ্যাসোসিয়েটস লিমিটেড সংস্থাকে। আর এই কারণে অন্য সমস্ত সম্ভাব্য বিনিয়োগকারীদের থেকে অনেকটাই প্রতিযোগিতায় এগিয়ে আছেন আদানি। বলাই বাহুল্য যে ডালমিয়া গ্রুপ, জেএসপিএল (নবীন জিন্দাল), বেদান্তা এবং পিএনসি ইনফ্রাটেক সংস্থাও এই জয়প্রকাশ অ্যাসোসিয়েটস সংস্থাকে কেনার দৌড়ে সামিল হয়েছিল। আর এদের মধ্যে আদানি গ্রুপ সর্বোচ্চ দর দিয়ে অনেকটাই এগিয়ে রয়েছে।

নানা সেক্টরে বিস্তৃত সংস্থা

জয়প্রকাশ অ্যাসোসিয়েটস আদপে একটি বড়সড় ইনফ্রাস্ট্রাকচার সংস্থা যা রিয়েল এস্টেট, বিদ্যুৎ এবং হোটেলের মত বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। জয়প্রকাশ অ্যাসোসিয়েটস সংস্থার সিমেন্ট প্ল্যান্টের ধারণক্ষমতা ১ কোটি টন। সংস্থার একটি সার কারখানা এবং ৫টি হোটেলও রয়েছে। এছাড়াও জয়প্রকাশ অ্যাসোসিয়েটস লিমিটেড সংস্থার নয়ডা এক্সপ্রেসওয়ে এবং বৌদ্ধ ন্যাশনাল সার্কিটে ২৫০০ একর জমির মালিকানা রয়েছে যেখানে আগে ফর্মুলা ওয়ানের রেস অনুষ্ঠিত হত।

সংস্থার উপরে ভারী ঋণের বোঝা

সংস্থাটি বর্তমানে আর্থিক সঙ্কটের মুখোমুখি এবং ভারতের দেউলিয়া ও দেউলিয়া কোডের অধীনে দেউলিয়া ঘোষণা করতে চলেছে। এর অনেক টাকা ঋণ জমে গিয়েছে ব্যাঙ্কের কাছে। মোট ২৫টি ব্যাঙ্ক মিলে জয়প্রকাশ অ্যাসোসিয়েটস লিমিটেডকে ৪৮ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে। এর মধ্যে রয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক। ১২ মার্চ এই সংস্থার ৪৮ হাজার কোটি টাকার ঋণ ব্যাঙ্কগুলি ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির কাছে ১২,৭০০ কোটি টাকায় বিক্রি করে দেয়।

শেয়ারে ধস

এই সংস্থার শেয়ার গত ৬ মাসে ৫০ শতাংশ ধসে গিয়েছে। এখন গত শুক্রবারে বাজার বন্ধের সময় দেখা গিয়েছে এই সংস্থার শেয়ারের দাম এসে ঠেকেছে মাত্র ৩ টাকায়। তবে এই শেয়ারের সামনে ট্রেডিং নিষিদ্ধ বলে বার্তা দেখাচ্ছে, হতে পারে যে আদানি গ্রুপ এই সংস্থাকে অধিগ্রহণ করায় সংস্থার শেয়ারেও গতি আসবে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)