Texas Flash Flood: আমেরিকার টেক্সাসে হড়পা বানে বড়সড় বিপর্যয়। ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৪৯ ছাড়িয়েছে। ভারতীয় সময় রবিবার সকাল পর্যন্ত জানা গিয়েছে বন্যায় ভেসে (Texas Flood) মারা গিয়েছেন প্রায় ৪৯ জন মানুষ এবং একইসঙ্গে ২৭ জন শিশুও এখন নিখোঁজ। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যাও। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে জোরকদমে। এখন বেশ কিছু অঞ্চলে উদ্ধারকার্য অব্যাহত রয়েছে।

শুক্রবার ভোরে কের কাউন্টিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দেয়, এর ফলে ২৮ জন প্রাপ্তবয়স্ক মানুষ এবং কমপক্ষে ১৫ জন শিশুসহ ৪৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কাউন্টির শেরিফ ল্যারি লেইথা এক সংবাদমাধ্যমে এই তথ্য জানিয়েছেন। কেরভিলের নগর ব্যবস্থাপক ডালটন রাইস জানিয়েছেন যে আরও ২৭ জন শিশুর এখনও কোনও খোঁজ (Texas Flood) মেলেনি। এদের বেশিরভাগই ক্যাম্প মিস্টিক থেকে এসেছিল যা গুয়াডালুপ নদীর তীরে অবস্থিত মেয়েদের জন্য একটি বেসরকারি খ্রিস্টান সামার ক্যাম্প। শিনহুয়া সংবাদসংস্থা জানিয়েছে যে এই ক্যাম্পে সাধারণত প্রতি বছর ৭৫০ জন করে শিশু থাকে।

রাইস জানিয়েছেন যে তারা সারাদিন ধরে এই শিশুদের উদ্ধারকার্য চালিয়েছেন। শত শত মানুষকে শিবিরগুলি থেকে উদ্ধার করা হচ্ছে। স্থানীয় টেলিভিশন সম্প্রচারক কাউন্টি বিচারক অ্যান্ডি ব্রাউনের মত প্রকাশ করে জানিয়েছেন ট্রাভিস কাউন্টিতে ৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার একটি এক্স হ্যান্ডলের পোস্টে (Texas Flood) মার্কিন সরকার ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এই পোস্টে তিনি লেখেন, 'টেক্সাসে বয়াবহ বন্যায় প্রাণহানির খবরে বিশেষত শিশুদের প্রাণহানির খবরে গভীরভাবে দুঃখিত। মার্কিন সরকার এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে।'

শনিবার বিকেল পর্যন্ত বার্নেট কাউন্টিতে উদ্ধার অভিযান অব্যাহত ছিল। শেরিফের অফিসে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, আরও দুই জন নিখোঁজ রয়েছে বলে জানা যাচ্ছে। মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবার বয়ান অনুসারে, শুক্রবার ভোরে মাত্র তিন ঘণ্টার মধ্যে কের কাউন্টির গুয়াডালুপ নদীর জলস্তর ৭.৫ ফুট থেকে বেড়ে হয়ে যায় ২৯.৫ ফুট যা রেকর্ডের দ্বিতীয় সর্বোচ্চ স্তর। টেক্সাসে এই বছর ইতিমধ্যেই বেশ কয়েকবার বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে এবং বলাই বাহুল্য যে সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৪ সালে রেকর্ড সংখ্যক বন্যা দেখেছে।