BBC Ownership: ভারতে ব্রিটেনের গণমাধ্যম বিবিসির (BBC India) মালিকানায় বড় ধরনের পরিবর্তন এসেছে। বিবিসির চার প্রাক্তন ভারতীয় সাংবাদিক কালেক্টিভ নিউজরুম প্রাইভেট লিমিটেড (Newsroom Private Limited) নামে একটি কোম্পানি চালু করেছেন। বিবিসি ইন্ডিয়া (BBC India) পরিচালনার অধিকার এই কোম্পানিকে দেওয়া হবে। ভারত সরকারের FDI নিয়ম এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন শুধুমাত্র এই কোম্পানি ভারতে ভাষা ভিত্তিক বিষয়বস্তু পরিষেবা দেবে।
সম্প্রতি দিল্লির অফিসে হানা দিয়েছে ইডি
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সম্প্রতি বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের জন্য একটি মামলা দায়ের করেছে। এছাড়াও, ইডি ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা) এর অধীনে কিছু অফিসারের বিবৃতিও রেকর্ড করেছিল। এরপর বিবিসির দিল্লি অফিসেও তদন্ত চালায় আয়কর বিভাগ।
কালেকটিভ নিউজরুমের মালিক হলেন প্রাক্তন চার সাংবাদিক
বিবিসির প্রাক্তন সাংবাদিক রূপা ঝা, মুকেশ প্রসাদ শর্মা, সঞ্জয় মজুমদার এবং সারা হাসান এখন ভারতে বিবিসি ডিজিটাল পরিষেবাগুলির জন্য সংবাদ কনটেন্ট তৈরির দেখাশোনা করবেন। এই কন্টেন্ট হিন্দি, গুজরাতি, মারাঠি, পাঞ্জাবি, তামিল এবং তেলেগু ভাষায়ও তৈরি করা হবে। এই বিষয়বস্তু বিবিসি নিউজ ওয়েবসাইট, ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ব্যবহার করা হবে। নিউজরুম অডিও পডকাস্ট এবং টিভি নিউজ বুলেটিন সম্প্রচার করবে।
কোম্পানি ২৬ শতাংশ FDI নিয়মের আওতায় আসবে
বিবিসি ইন্ডিয়ার নতুন মালিকানা ডিজিটাল মিডিয়া সেক্টরে 26 শতাংশ এফডিআই নিয়ম অনুসরণ করবে। রুপা ঝা এর মতে, নতুন কোম্পানি বিবিসি থেকে আলাদা হতে যাচ্ছে না। আমরা জনস্বার্থ ও সত্য প্রকাশে কাজ করে যাব। এখন এটি ভারতীয়দের মালিকানাধীন একটি কোম্পানিতে পরিণত হয়েছে।
বিদেশি মুদ্রা আইনের আওতায় মামলা
ভারতীয় বিদেশি মুদ্রা আইনের আওতায় মামলা করা হয়েছে BBC-র বিরুদ্ধে। একই সঙ্গে সংস্থার আধিকারিকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠানো হয়েছে। বৃহস্পতিবারও সংস্থার এক কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে ED. তাঁকেও কিছু নথিপত্র সঙ্গে আনতে বলে হয়েছে। বিদেশি অনুদান আইনের বিধি লঙ্ঘন করে BBC বিদেশি মুদ্রার লেনদেন করেছে বলে অভিযোগ।
তবে এই প্রসঙ্গ সামনে আসার পরই নতুন করে বিরোধীদের বিবিসি নিয়ে বিরোধীরা সরব হয় কিনা তা এখন দেখার। আগে যারা বিবিসির কণ্ঠ রোধ করা হচ্ছে বলে মোদি সরকারের সমালোচনা করেছিল।