কলকাতা: কমতে চলেছে নিত্যযাত্রীদের ভোগান্তি (Eastern Railway)। এবার শিয়ালদার (Sealdah) সব প্ল্যাটফর্ম থেকে ছুটবে ১২ কোচের গাড়ি। প্রায় শেষ পর্যায় রয়েছে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ। পূর্ব রেল সূত্রে খবর, সেই কাজ শেষ হতে পারে এই মাসেই। 


কমবে ভোগান্তি?


প্রতিদিন কয়েক হাজার যাত্রীর নিত্য যাতায়াত এই শিয়ালদা স্টেশন দিয়েই। কলকাতা শহরের বিভিন্ন জেলার সংযোগকারী পথ এই ট্রেন। কিন্তু সমস্যা হল শিয়ালদার দক্ষিণ শাখায় ১২ কোচের ট্রেন থাকলেও উত্তর শাখায় রয়েছে অন্য ছবি। এখনও সব ট্রেন ১২ কোচ হয়নি। আবার প্ল্যাটফর্মেও নেই সেই পরিকাঠামো। ফলে অফিস টাইমে ৯ কোচের ট্রেন মারাত্মক ভিড় হয়। প্রান্তিক স্টেশন শিয়ালদাতে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। যা প্রায় শেষের পথে। পূর্ব রেল সূত্রে খবর, আগামী এক দুমাসের মধ্যেই শিয়ালদা স্টেশনের সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলি থেকে ছুটবে ১২ কোচের ট্রেন। 


এদিন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "শিয়ালদার নিত্যযাত্রী আছেন, যাঁরা বনগাঁ, রানাঘাট, কল্যাণী যাচ্ছেন, তাঁদের কাছ থেকে একটা অভিযোগ দীর্ঘদিন ধরে আসছিল কেন আমরা ১২ কোচের ট্রেন পাব না? এই অভিযোগের কথা শুনে যেসব প্ল্যাটফর্মে ১২ কোচের ট্রেন দেওয়া যাচ্ছিল না, কিছু কিছু প্ল্যাটফর্মের কাজ করা হচ্ছে। ইতিমধ্যেই শেষ ৪ নম্বর প্ল্যাটফর্মের কাজ। ২ আর ৩ নম্বর প্ল্যাটফর্মের কাজও শেষের মুখে। আজ বা আগামীকালের মধ্যেই শেষ হবে সেই কাজ। ১ নম্বর প্ল্যাটফর্মের কাজও সম্ভবত শেষ হবে এই মাসের শেষের দিকে। এরপর ওভার হেডের তার বাড়ানোর কাজ হবে।''


কবে ছুটবে ১২ কোচের ট্রেন?


পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদার পর দমদম স্টেশনের শেষের দিকে বেশ কিছু ছোট ছোট কাজ রয়েছে। কৌশিক মিত্র বলেন, "মে মাসের মধ্যেই সেই কাজ শেষ করে দেওয়ার চেষ্টা করব। ১ থেকে ৪ পর্যন্ত যে প্ল্যাটফর্ম বাড়ানোর কাজ হচ্ছে তা আশা করা যায় মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই শেষ করা যাবে। খুব যদি দেরি না হয়, তাহলে ১ জুন বা মে মাসের শেষ থেকেই আশা করতে পারি নিত্যযাত্রীদের ভোগান্তি শেষ হবে। তাঁদের আর ঝুলে হবে না। যত তাড়াতাড়ি সম্ভব শিয়ালদা শাখায় ১ থেকে ৫ পর্যন্ত ১২ কোচের ট্রেন চালানো হবে।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Calcutta High Court: নিয়োগ দুর্নীতি মামলায় রহস্যজনক চিঠি, এবার CBI-কে তদন্তের নির্দেশ হাইকোর্টের