Top PMS Managers: গত এক বছরের বাজারের (Share Market) উত্থান-পতনের মধ্য়েও বিনিয়োগকারীদের ৫০ শতাংশ রিটার্ন দিয়েছে বেশ কয়েকজন পোর্টফোলিও ম্যানেজার। এদের হাতেই লাভের সুফল দেখেছেন বিনিয়োগকারীরা। জেনে নিন এরকমই কিছু PMS-এর নাম।  


Sensex: স্টক মার্কেটে যারা বিনিয়োগ করেন, তাদের মধ্যে সবার ওপরে থাকেন এই বিনিয়োগকারীরা, যাদেরকে বলা হয় হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়াল অর্থাৎ HNI। এই এইচএনআই তাদের পোর্টফোলিও পরিচালনার জন্য ম্যানেজার নিয়োগ করে। গত এক বছরে এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস প্রোভাইডারদের অনেকেই অর্থাৎ পিএমএস ম্যানেজাররা তাদের ক্লায়েন্টদের চমৎকার রিটার্ন দিয়েছে।


Stock Market: একটি বড় ব্যবধানে বাজারকে হারিয়েছে এই ম্যানেজাররা 
সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, অন্তত 8 জন পিএমএস ম্যানেজার আছেন, যারা গত এক বছরে তাদের ক্লায়েন্টদের 50 শতাংশের বেশি রিটার্ন দিয়েছেন। এই রিটার্ন চমৎকার রিটার্নের কারণ এটি বাজারের চেয়ে অনেক গুণ বেশি। গত এক বছরে বিএসই সেনসেক্স প্রায় 16 শতাংশ বেড়েছে। যার অর্থ হল, যে টপ-8 পিএমএস ম্যানেজাররা বাজারের তুলনায় কমপক্ষে 3 গুণ রিটার্ন দিয়েছেন।


এই তিনজন সেরা
গত এক বছরে Aequitas Investment Consultancy-এর PMS স্কিম ইন্ডিয়া অপর্চুনিটিস প্রোডাক্ট রিটার্ন দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে। এই স্কিমটি 68.98% রিটার্ন দিয়েছে। এটি 66.56 শতাংশ রিটার্ন সহ সম্বিত্ত ক্যাপিটার পিএমএস অ্যাক্টিভ আলফা মাল্টিক্যাপ স্টক অনুসরণ করেছে৷ তিন নম্বরে রয়েছে InvestSavvy Portfolio Management LLP-এর স্কিম আলফা ফান্ড যা 61.68 শতাংশ রিটার্ন দিয়েছে।


এই PMS স্কিমগুলিও ভাল রিটার্ন দিয়েছে
রিপোর্ট অনুযায়ী, হেম সিকিউরিটিজের ইন্ডিয়া রাইজিং এসএমই স্টারের দখলে 60.60 শতাংশ, O3 সিকিউরিটিজের স্পেশাল সিচুয়েশন পোর্টফোলিওর দখলে রয়েছে 59.82 শতাংশ, ম্যাক্সিমাল ক্যাপিটাল কী পাথফাইন্ডার ভ্যালু ফান্ডের দখলে রয়েছে 58.72 শতাংশ, ইথট ফাইন্যান্সিয়াল কনসাল্টিং এলএলপি 55 শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেন্ট অ্যান্ড অসিত সি মেহতা ইনভেস্টমেন্ট ইন্টারমিডিয়েটস 'এস প্রাইম ইক্যুইটি (এসি প্রাইম ইক্যুইটি) 51.58 শতাংশ রিটার্ন দিয়েছে।


এটি সর্বনিম্ন টিকিটের আকার
HNI-কে পোর্টফোলিও ম্যানেজমেন্ট পরিষেবা প্রদানকারী পরিচালকরা গত কয়েক বছরে দ্রুত বৃদ্ধি পেয়েছে। তারা সম্ভাব্য সর্বোত্তম আয়ে বিনিয়োগের জন্য হাই নেট মূল্যের ব্যক্তিদের পেশাদার সাহায্য দিয়ে থাকে। ভারতে PMS বিনিয়োগ ন্যূনতম 50 লক্ষ টাকার বিনিয়োগ দিয়ে শুরু হয়।


আরও পড়ুন : Share Market: সোমবার থেকে কেমন যাবে শেয়ার বাজার ? এই ৫ বিষয় করবে ঠিক