Best Recharge Plan for IPL: ৩১ মার্চ IPL-এর প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটানস। এবারের আইপিএল জিও সিনেমা অ্যাপে টেলিকাস্ট করা হবে, যা আপনি স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপে সহজেই দেখতে পারবেন। আপনি যদি আইপিএলের আগে নিজের জন্য সেরা রিচার্জ প্ল্যান খোঁজেন, যাতে আপনি প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করতে পারেন। জেনে নিন, এমনই কিছু সেরা রিচার্জ প্ল্যান।


একানে আপনি দেশের তিনটি প্রধান টেলিকম অপারেটর ভোডাফোন, জিও ও এয়ারটেলের প্ল্যান সম্পর্কে জানাব। যার দাম ৩০০ টাকার কম।


রিলায়েন্স জিওর ২৬৯ টাকার প্ল্যান


এটি রিলায়েন্স জিওর সবচেয়ে সাশ্রয়ী মাসিক প্রিপেইড প্ল্যান যার দৈনিক ডেটার কোনও সীমা নেই। এই প্ল্যানটি 30 দিনের বৈধতার সঙ্গে পাওয়া যায়। যাতে আপনি প্রতিদিন ১০০টি SMS, সীমাহীন কল ও ২৫ জিবি ডেটার সুবিধা পাবেন৷


এয়ারটেলের ২৯৬ টাকার প্ল্যান


Airtel-এর ২৯৬ টাকার প্রিপেড প্ল্যানে কোম্পানি আপনাকে ৩০ দিনের জন্য প্রতিদিন ১০০ এসএমএস, আনলিমিটেড কল ও ২৫ জিবি ডেটা দেয়। যদি আপনার এলাকায় 5G নেটওয়ার্ক চলে আসে ও আপনি 5G স্মার্টফোন ব্যবহার করেন, তাহলে Airtel-এর 'ফ্রি আনলিমিটেড 5G' অফারের সুবিধা গ্রহণ করে যেকোনও পরিমাণ ডেটা ব্যবহার করতে পারেন। Airtel এই অফারটি ঠিক Jio-এর মতোই শুরু করেছে, যেখানে কোম্পানি মানুষকে বিনামূল্যে 5G ডেটা ব্যবহারের সুযোগ দিচ্ছে।


ভোডাফোন-আইডিয়া ২৯৬ টাকার প্ল্যান


Vodafone-idea তার প্রিপেইড গ্রাহকদের ২৯৬ টাকায় ৩০ দিনের জন্য প্রতিদিন ১০০টি এসএমএস, সীমাহীন কল ও ২৫জিবি ডেটা অফার করে৷ যদি কোনও কারণে এই ডেটা প্যাকগুলি দ্রুত শেষ হয়ে যায়, তবে আপনি ডেটা রোলওভার প্ল্যানটিও বেছে নিতে পারেন৷


Prepaid Plans: কম টাকার মধ্যে ভাল রিচার্জ প্ল্যান দেখতে চাইলে রিলায়েন্স জিও দিচ্ছে অনেক অফার। ৫০০ টাকার কমে এখানে আপানি পাবেন আনলিমিটেড কলিং, ডেটা ছাড়াও আরও অনেক সুবিধা। কোম্পানি এই দামের মধ্যে ১৩টি ভিন্ন প্ল্যান অফার করে, যেখান থেকে আপনি নিজের জন্য সেরাটি বেছে নিতে পারেন। এখানে প্রতিটি প্ল্যানের নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এর সঙ্গে আপনি Jio অ্যাপের সাবস্ক্রিপশনও পাবেন। এই বিষয়ে বিস্তারিত জানতে কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন।


আরও পড়ুন : New Rules From 1st April: এপ্রিল থেকে বদলে যাবে এই ১০ আর্থিক নিয়ম, টান পড়বে পকেটে