Adani Group Stocks: হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই ধস নেমেছে আদানি গ্রুপের স্টকে। যার জেরে আদানি গ্রুপের শেয়ার থেকে দূরত্ব বজায় রাখছেন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা। আপনি কি জানেন, দেশের ৬ কোটিরও বেশি কর্মচারী, যারা তাদের ভবিষ্যতের জন্য অবসর তহবিল EPFO-তে বিনিয়োগ করেন, তারা এখনও আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজ ও আদানি পোর্টসে বিনিয়োগ চালিয়ে যাচ্ছেন। নিয়ম মেনে এই বিনিয়োগ প্রক্রিয়া চলবে ২০২৩-এর সেপ্টেম্বর পর্যন্ত। 


নিফটি 50 ইটিএফ-এর মাধ্যমে আদানি স্টকে বিনিয়োগ চলছে


বর্তমানে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) সংগঠিত সেক্টরে কোটি কোটি কর্মচারীর ২৭.৭৩ লক্ষ কোটি টাকার অবসর তহবিলের দায়িত্ব সামলায়। এই বিপুল পরিমাণ তহবিল পরিচালনায় EPFO এনএসই নিফটি ও বিএসই সেনসেক্সের সঙ্গে যুক্ত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ETF) এর মোট কর্পাসের ১৫ শতাংশ বিনিয়োগ করে।


যদিও EPFO সরাসরি কোনও স্টকে বিনিয়োগ না করে ETF-এর মাধ্যমে স্টক মার্কেটে বিনিয়োগ করে। যেখানে আদানি গ্রুপের দুটি কোম্পানি আদানি এন্টারপ্রাইজ ও আদানি পোর্টসের মতো স্টক ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক NSE নিফটিতে রয়েছে। আদানি পোর্টস ২০১৫ সাল থেকে এনএসই নিফটিতে রয়েছে। সেখানে আদানি এন্টারপ্রাইজেস সেপ্টেম্বর ২০২২ থেকে নিফটিতে যুক্ত হয়েছে। এনএসইর সহযোগী সংস্থা এসএসই সূচকগুলি আগামী ৬ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত আদানি গ্রুপের উভয় স্টককে নিফটি 50-এ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি, EPFO-র যে টাকা নিফটির ETF-এ বিনিয়োগ করা হবে, সেই টাকা আদানি এন্টারপ্রাইজ ও আদানি পোর্টেও যেতে থাকবে।


বাজারে EPFO-এর বিনিয়োগ প্রায় ২ লক্ষ কোটি টাকা


একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের মতে, ২০২২ সালের মার্চ নাগাদ EPFO এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের মাধ্যমে ১.৫৭ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে। একটি অনুমান বলছে, ২০২২-২৩ সালে আরও ৩৮,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ২০১৬ সালের সেপ্টেম্বরে EPFO স্টক মার্কেটে মোট কর্পাসের ১০ শতাংশ বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল, যা ২০১৭ সালে ১৫ শতাংশে বৃদ্ধি করা হয়েছে।


আদানির স্টক পতনের প্রভাব 


হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট ২৪ জানুয়ারি প্রকাশিত হওয়ার পর থেকে আদানি গ্রুপের স্টকগুলিতে বড় পতন হয়েছে। এইরকম পরিস্থিতিতে এর প্রভাব ২০২২-২৩-এর জন্য EPFO দ্বারা নির্ধারিত সুদের হারকেও প্রভাবিত করতে পারে। কারণ ETF-এ EPFO দ্বারা করা বিনিয়োগের রিটার্ন হ্রাস পাবে। ৩ মাসে আদানি এন্টারপ্রাইজের শেয়ার ৫৫ শতাংশ কমেছে। তাই ৩ মাসে আদানি পোর্টের স্টক ২৩ শতাংশ কমেছে।


বিরোধীদের টার্গেটে সরকার


কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিও ইপিএফও তহবিল আদানি গোষ্ঠীর দুটি স্টকে বিনিয়োগ অব্যাহত রাখার জন্য সরকারকে নিশানা করছে। গত কয়েকদিন ধরে সরকারের কাছে আদানি মামলার বিষয়ে একটি জেপিসি গঠনের দাবি জানিয়ে আসছে বিরোধীরা। এ নিয়ে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে একদিনের জন্যও সংসদের কার্যক্রম চলতে পারেনি। লোকসভার প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী এই নিয়ে ট্যুইট করে মোদি সরকারকে আক্রমণ করেছেন।


আরও পড়ুন : PAN-Aadhaar Linking: আধারের সঙ্গে প্যান জুড়তে ফি জমা দিতে পারছেন না ? জেনে নিন সহজ উপায়