Central Government: মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করা মানুষকে স্বস্তি দিতে ভারত ব্র্যান্ডের (Bharat Brand) প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। এর আওতায় ভারত রাইস (Bharat Rice) বাজারে আনা হবে। আগামী সপ্তাহ থেকে এই সস্তা চাল বিক্রি করবে সরকার।
কত টাকা কেজি দরে চাল
সরকারি এই চালের দাম রাখা হয়েছে ২৯ টাকা কেজি । এই চালের ঘোষণার সঙ্গেই সরকার ব্যবসায়ীদের তাদের স্টক প্রকাশ করার নির্দেশ দিয়েছে। মূলত বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কোথায় পাওয়া যাবে এই চাল
কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া এক সংবাদ সম্মেলনে বলেছেন, গত এক বছরে চালের খুচরো ও পাইকারি দাম প্রায় 15 শতাংশ বেড়েছে। রফতানি নিষেধাজ্ঞা থাকলেও দাম বাড়ছে। তাই দাম নিয়ন্ত্রণে ভারত রাইস বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারত চাল NAFED এবং NCCF সমবায়ের মাধ্যমে 29 টাকা প্রতি কেজি দরে বাজারে বিক্রি করা হবে। এছাড়াও ভারত রাইস কেন্দ্রীয় ভাণ্ডারের খুচরো দোকানেও পাওয়া যাবে।
ভারত রাইস ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি করা হবে
সঞ্জীব চোপড়া জানিয়েছেন, ভারত চালও ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে পাওয়া যাবে। আগামী সপ্তাহ থেকে ইয়াদ ব্র্যান্ড 5 এবং 10 কেজি প্যাকিং-এ পাওয়া যাবে এই চাল। প্রথম দফায় পাঁচ লাখ টন চাল খুচরো বাজারে বিক্রির ব্যবস্থা করেছে সরকার। পরবর্তীকালে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত রফতানি নিষেধাজ্ঞা তোলার কোনও পরিকল্পনা সরকারের নেই। চাল রফতানির ওপর সরকারি নিষেধাজ্ঞা আপাতত চলবে।
কত স্টক রাখতে পারবে সরকার
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকার ইতিমধ্যেই বাজারে ভারত আটা এবং ভারত ডাল (ছোলা) চালু করেছে। ভারত আটা প্রতি কেজি 27.50 টাকা এবং ভারত ডাল প্রতি কেজি 60 টাকায় বিক্রি হচ্ছে। খাদ্য সচিব জানিয়েছেন,মন্ত্রকের নতুন নির্দেশনা অনুযায়ী খুচরো বিক্রেতা ও পাইকারি বিক্রেতাদের প্রতি শুক্রবার পোর্টালে চালের মজুদ ঘোষণা করতে হবে। তিনি বলেন, চালের মজুদ সীমার সব বিকল্প খোলা রয়েছে। আমাদের এর দাম কমাতে হবে। চাল ছাড়াও সব প্রধান খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রয়েছে।
Sensex Today: বাজেটের পরেই নড়েচড়ে বসল বাজার, পেটিএমে পতন ২০ শতাংশ- কোন স্টকে গতি ?