সন্দীপ সরকার, কলকাতা: কমে গিয়েছে হিমোগ্লোবিন। নেমেছে প্লেটলেট। পরিস্থিতি সামাল দিতে রাতেই রক্ত দিতে হল নিরূপা গঙ্গোপাধ্যায়কে (Nirupa Ganguly)। তবে আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। উদ্বেগের মধ্যেও যা কিছুটা স্বস্তি দিচ্ছে গঙ্গোপাধ্যায় পরিবারকে।
বৃহস্পতিবার দুপুরে হঠাৎই অস্বস্তিবোধ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মা। বাড়িতেই তাঁর ইসিজি করা হয়েছিল। তবে রিপোর্ট খুব একটা আশাব্যাঞ্জক না হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসক। তারপরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি বিকেলে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায় (Nirupa Ganguly)।
বৃহস্পতিবার দুপুরে শারীরিক অস্বস্তিবোধ করায় বাড়িতেই তাঁর ইসিজি করানো হয়। তাঁর বয়সের কথা মাথায় রেখে চিকিৎসক নিরূপা গঙ্গোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন ডাক্তার আফতাব খান।
স্নেহাশিস জানান, তাঁর মায়ের মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়। দ্রুত চিকিৎসা শুরু করা হয়েছে। যদিও চিকিৎসার ক্ষেত্রে সমস্যা দেখা দেয় নিরূপাদেবীর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায়। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন সৌরভ ও স্নেহাশিস দুজনই। শনিবার সিএবি-র প্রতিষ্ঠা দিবস। সেদিন আবার রক্তদান শিবিরও হয়। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় সিএবি-তে একটি সাংবাদিক বৈঠক ছিল। যদিও হাসপাতালে থাকায় সেই বৈঠকে যোগ দিতে পারেননি সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস। তিনি ভার্চুয়ালি যোগ দেন। সেখানেই তিনি জানান যে, নিরূপাদেবী অসুস্থ। হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে।
কেমন আছেন নিরূপাদেবী? শুক্রবার গঙ্গোপাধ্যায় পরিবার থেকে জানানো হল, তাঁর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বেশ কমে গিয়েছিল। সেই সঙ্গে প্লেটলেট কাউন্টও কম ছিল। যে কারণে রাতেই নিরূপাদেবীকে রক্ত দিতে হয়। আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না তাঁকে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। বয়সজনিত কারণেই কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকেরা। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানেই রাখা হয়েছে তাঁকে। সৌরভ ও স্নেহাশিসও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। নিরূপাদেবীর শারীরিক অবস্থার প্রত্যেক মুহূর্তের আপডেট দেওয়া হচ্ছে তাঁদের।
আরও পড়ুন: প্রত্যাবর্তনের ম্যাচে রান পেলেন না পৃথ্বী, ইডেনে সূরযের স্বপ্নের বলে ফিরলেন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে