Continues below advertisement

BSB New Education Model : দেশে এবার বদলে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা। পাশ্চাত্য শিক্ষার পাশাপাশি এবার ভারতীয় সংস্কৃতির ভাবধারা যোগ হচ্ছে পাঠ্যক্রমে। শিক্ষা ক্ষেত্রে ভারতীয় সংস্কৃতি ও আধুনিক বিজ্ঞানের মধ্যে সামঞ্জস্য স্থাপনের লক্ষ্যে ভারতীয় শিক্ষা বোর্ড (বিএসবি) একটি উল্লেখযোগ্য উদ্যোগ শুরু করেছে।

কোন ভাবধারা থেকে কাজ

Continues below advertisement

সম্প্রতি আলিগড়ে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের একটি আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে বিএসবি চেয়ারম্যান ডঃ এন.পি. সিং বলেন, শিশুদের কেবল বস্তুবাদী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। পরিবর্তে, তাদের বেদ, গীতা ও উপনিষদ থেকে আধ্যাত্মিক জ্ঞানও শেখানো উচিত। পাশাপাশি কম্পিউটার বিজ্ঞানের মতো আধুনিক বিষয়ও শেখানো উচিত পড়ুয়াদের।

কী বলেন সিং

অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে সিং বলেন, “এই নতুন মডেলটি একটি সংস্কৃতিবান, সদাচারী ও বৈজ্ঞানিকভাবে সচেতন প্রজন্ম তৈরির উপর জোর দেয়।  এর উদ্দেশ্য হল শিক্ষার্থীদের তাদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে যোগ করা এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা।”

কী নিয়ে উদ্বেগ

বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে সিং উদ্বেগ প্রকাশ করে সিং বলেন, আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রভাবে শিক্ষার্থীরা নৈতিক অবক্ষয়ের সম্মুখীন হচ্ছে। আজকাল শিক্ষা ব্যবস্থায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধ হ্রাস পাচ্ছে। মূল বক্তা হিসেবে, তিনি বিভাগ জুড়ে ৩০০ টিরও বেশি স্কুল ম্য়ানেজমেন্ট, অধ্যক্ষ এবং প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নেন।

এখানেই শেষ নয়, সিং স্পষ্ট করে বলেন-ভারতীয় শিক্ষা বোর্ডের প্রাথমিক লক্ষ্য হল উচ্চমানের ও মূল্যবোধ শিশুদের মধ্যে গড়ে তোলা। বোর্ড ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিক শিক্ষা, যেমন বেদ, ধর্মগ্রন্থ, উপনিষদ এবং গীতাকে আধুনিক কম্পিউটার বিজ্ঞান ও প্রকৃতি-ভিত্তিক শিক্ষার সঙ্গে জুড়ে সৎ নাগরিক তৈরি করতে চায়। তিনি ভারতকে শক্তিশালী ও "বিশ্বগুরু" হিসেবে গড়ে তুলতে সকলকে তাদের স্কুলগুলিকে ভারতীয় শিক্ষা বোর্ডের সঙ্গে সংযুক্ত করার আহ্বান জানান।

 শিশুদের মূল্যবোধ শেখানোর ক্ষেত্রে কী করা হচ্ছে

অনুষ্ঠানের প্রধান অতিথি কমিশনার সঙ্গীতা সিং বলেন, শিশুদের মূল্যবোধ শেখানোর ক্ষেত্রে অভিভাবক ও আদর্শ শিক্ষকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেন, "আমাদের কেবল বৃহৎ, সুসজ্জিত ভবনযুক্ত স্কুলের প্রতি আকৃষ্ট হওয়া উচিত নয়, বরং প্রাচীন বৈদিক সংস্কৃতিতে ফিরে যেতে হবে।" তিনি অভিভাবকদের তাদের সন্তানদের ভারতীয় শিক্ষা বোর্ডের সাথে সংযুক্ত স্কুলে ভর্তি করার জন্য আবেদন করেন।