PM Modi: প্রয়াত প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান তথা বিশিষ্ট অর্থনীতিবিদ বিবেক দেবরায়। 1 নভেম্বর 2024 শুক্রবার মৃত্যু হয়েছে তাঁর (Bibek Debroy Death)। বিশিষ্টজনের জীবনাবসানে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, উনি ছিলেন এক মহান পণ্ডিত ব্যক্তি। বাংলার মেধাবী সন্তানের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
Bibek Debroy Death: কী অবদান রেখে গেলেন প্রধানমন্ত্রীর বিশ্বস্ত লোক
দেশের অর্থনীতিতে বড় অবদান রেখে গিয়েছেন বিবেক দেবরায়। ভারত সরকারের অনেক বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। 2017 সালের সেপ্টেম্বরে তিনি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। জানুয়ারি 2015-তে তাঁকে নীতি আয়োগের স্থায়ী সদস্য করা হয়। তারপর পরিকল্পনা কমিশনের পরিবর্তে NITI আয়োগ গঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, ডঃ বিবেক দেবরয়কে একজন মহান পণ্ডিত ব্যক্তি ছিলেন।
নীতি আয়োগের স্থায়ী সদস্য কী করেছেন
2014 সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে বিবেক দেবরায় সরকারের অর্থনৈতিক নীতি প্রণয়নকারী বিভাগের সঙ্গে যুক্ত হন। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিবেক দেবরায় অর্থনীতির বিষয়, রাজস্ব নীতি, কর্মসংস্থান এবং সরকারি খাতের কোম্পানিগুলির ব্যবস্থাপনা বিষয়ে সরকারকে ক্রমাগত পরামর্শ দিতেন। তিনি ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত রেলপথ মন্ত্রক পুনর্গঠনের জন্য গঠিত কমিটির চেয়ারম্যানও ছিলেন।
শিক্ষাগত যোগ্যতা তাক লাগিয়ে দেবে
বিবেক দেবরায় নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে তাঁর স্কুলে পড়াশোনা করেন। এরপর তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবং দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনা করেন। পরবর্তীকালে তিনি ট্রিনিটি কলেজ স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষার জন্য ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান।
কী লিখেছেন প্রধানমন্ত্রী
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ বিবেক দেবরয়ের সঙ্গে তাঁর ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, 'আমি বহু বছর ধরে ডঃ বিবেক দেবরায়কে চিনি। আমি সর্বদা তার গভীর জ্ঞান এবং অ্য়াকাডেমিক বক্তৃতাগুলিকে মনে রাখব। পিএম মোদি আরও বলেছেন, বিবেক দেবরায়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাই'।
কেন মোদির চোখে মহান পণ্ডিত
প্রধানমন্ত্রীর নীতি আয়োগের চেয়ারম্যান প্রসঙ্গে মোদি বলেছেন, বিবেক দেবরয় একজন মহান পণ্ডিত ছিলেন। যিনি অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, আধ্যাত্মিকতা এবং অন্যান্য ক্ষেত্রে বিস্তৃত পাণ্ডিত্য রাখতেন। তাঁর কাজ দিয়ে তিনি ভারতের বৌদ্ধিক মহলে একটি অমোঘ চিহ্ন রেখে গেছেন। পাবলিক পলিসিতে তাঁর অবদান ছাড়াও তিনি আমাদের প্রাচীন গ্রন্থগুলিতে কাজ করা এবং তরুণদের কাছে সেগুলি সহজে তুলে ধরতে কাজ করেছেন।
বিবেক দেবরয় 1979 থেকে 1983 সাল পর্যন্ত প্রেসিডেন্সি কলেজে কাজ করেছেন। এর পরে, তিনি 1983 থেকে 1987 সাল পর্যন্ত পুনের গোখলে ইনস্টিটিউট অফ পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্সের সঙ্গে যুক্ত ছিলেন। বিবেক দেবরয় অনেক বই লিখেছেন এবং ধর্মীয় গ্রন্থ অনুবাদ করেছেন।
কী বললেন মুখ্য়মন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়
প্রধানমন্ত্রীর পাশাপাশি তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বাংলার মেধাবী সন্তান দেবরায়ের আকস্মিক মৃত্যুতে তিনি শোকাহত।
“বিবেক দেবরায়ের আকস্মিক মৃত্যুর খবরে আমি মর্মাহত। বিশিষ্ট অর্থনীতিবিদ এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি। বাংলার মেধাবী সন্তান এবং খ্যাতিমান পণ্ডিত আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। শোকাহত পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা জানাই।''
Indian Railways: এই নিয়ম না জেনে ট্রেনে উঠছেন ? ঠকাবে ; হেনস্থা করবে সবাই !