Jhunjhunwala Portfolio: অবশেষে সামনে এল সেই তথ্য। এতদিন যা নিয়ে চলছিল জোর জল্পনা। নিজের বিপুল সম্পদ, সম্পত্তি কার নামে রেখে গেলেন ভারতীয় শেয়ার বাজারের বিগ বুল রাকেশ ঝুনঝুনওয়ালা ? সম্প্রতি সেই উইলের খবর ফাঁস হয়েছে।
Rakesh Jhunjhunwala will: কী বলছে উইল ?
রাকেশ ঝুনঝুনওয়ালার উউলে লেখা রয়েছে, তাঁর মৃত্যুর পর উত্তরাধিকারীদের ভিত্তিতে প্রায় ৩০,০০০ কোটি টাকার শেয়ার ও সম্পত্তি স্ত্রী ও তিন সন্তানের মধ্যে ভাগ হবে। এক সময় বন্ধুদের তাঁর চতুর্থ সন্তান হিসাবে দাতব্য প্রতিষ্ঠানগুলির কথা বলতেন। তাই প্রিয় দাতব্য প্রতিষ্ঠানগুলিকে নিরাস করেননি তিনি। তাঁর সম্পদের একটি অংশ যাবে দাতব্য প্রতিষ্ঠানের কাছে। সম্প্রতি নাম প্রকাশ না করার শর্তে এই খবর দিয়েছেন ঝুনঝুনওয়ালা পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি।
Jhunjhunwala Portfolio: জীবিত থাকাকালীন বিগ বুল 35টি কোম্পানির হোল্ডিংয়ের মালিক ছিলেন।তাঁর প্রধান বিনিয়োগগুলি হল: construction and contracting (11 Percent), miscellaneous (nine per cent), banks (private sector) (6 per cent), finance (general) (6 per cent), construction and contracting (civil) (6 per cent), pharmaceuticals (6 per cent), and banks (public sector) (3 per cent).
ঝুনঝুনওয়ালার তিন সন্তান রয়েছে - কন্যা নিষ্ঠা (18) যমজ পুত্র, আর্যমান ও আর্যবীর (13)। তাঁর তালিকাভুক্ত সম্পদের মূল্য 30,000 কোটি টাকা। তার স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বাইয়ের মালাবার হিলে একটি সমুদ্র-মুখী বিল্ডিং, 2013 সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক থেকে 176 কোটি টাকায় কেনা ও লোনাভালায় একটি হলিডে হোম।
শোনা যাচ্ছে ঝুনঝুনওয়ালার দীর্ঘদিনের আইনি সহযোগী বেরজিস দেশাই এই উইলের প্রধান নির্বাহক। সব হিন্দু আচার-অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর তাঁর পরিবারের উপস্থিতিতে পাঠ করা হবে এই উইল। দেশাই, জে সাগর অ্যাসোসিয়েটসের প্রাক্তন ব্যবস্থাপনা অংশীদার, প্রায় 25 বছর ধরে ঝুনঝুনওয়ালাকে চেনেন তিনি।
তিনি ঝুনঝুনওয়ালার নতুন অ্যাভিয়েশন ভেঞ্চার আকাসা এয়ারের সহ-বিনিয়োগকারীও ছিলেন। এই ব্যবসায় বিনিয়োগের সময় দেশা বলেছিলেন, "আমি একটি ছোট বিনিয়োগ করেছি। আমি বুঝি বিমান চালনা একটি উচ্চ-ঝুঁকিপূর্ণ, উচ্চ-পুরস্কারের ব্যবসা। সাধারণত সবাই এই ব্যবসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তবে আমি বিশ্বাস করি আগামী পাঁচ-সাত বছরের মধ্যে কম খরচের এয়ারলাইনগুলির জন্য গতি আসবে। এটি ঝুনঝুনওয়ালার ব্যবসায়িক দক্ষতার ওপর একটা বড় বাজি,"
আরও পড়ুন: Trading Tips Share Market: শেয়ার বাজারে ডুববে না আপনার টাকা ! যদি এভাবে করেন ট্রেড