Honda CB 300F Vs KTM 250 Duke comparison: বিগ উইং ডিলারশিপের অধীনে কয়েকদিন আগেই লঞ্চ হয়েছ এই বাইক। বাজারে Honda CB 300F লঞ্চ করেছে কোম্পানি। অটোমোবাইল বাজারে এই বাইকটি KTM এর 250 Duke এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। আপনিও যদি এই দুটি বাইকের মধ্যে কোনও একটি মডেল কেনার কথা ভেবে থাকেন, তাহলে প্রথমে তাদের তুলনামূলক পরীক্ষা করে দেখুন। যা থেকে সেরা বিকল্পটি বেছে নিতে পারবেন আপনি।
Honda CB 300F: দুই বাইকের ইঞ্জিন ও দক্ষতা
Honda CB 300F একটি 293.5 সিসি সিঙ্গল সিলিন্ডার, 4-স্ট্রোক, 4-ভালভ, SI, অয়েল-কুলড ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি 7,750 rpm-এ সর্বোচ্চ 18 Kw শক্তি ও 5550 rpm-এ সর্বাধিক 25.6 Nm টর্ক জেনারেট করতে পারে। এই বাইকে পাবেন একটি 14.1 লিটার ফুয়েল ট্যাঙ্ক ।
KTM এর 250 Duke-এ ক্রেতা পাবেন একটি 248.76 cc সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। যা শক্তি জোগানোর দিকে বাইক দারুণ পিকআপ দেয়। এই ইঞ্জিনটি 9250 rpm-এ 34 hp টপ পাওয়ার ও 7500 rpm-এ 28 Nm সর্বোচ্চ টর্ক উৎপন্ন করে৷ এই বাইকে 13.5 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক দিয়েছে কোম্পানি।
Honda CB 300F না KTM 250 Duke: ট্রান্সমিশন ও ব্রেকিং
Honda CB 300F-এ পাবেন 1390 হুইলবেস ও 171 এমএম-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স । এই বাইকের সিটের উচ্চতা 789 এমএম রেখেছে কোম্পানি। এটি একটি 6-স্পিড গিয়ারবক্সের সঙ্গে পাওয়া যায়। এর সামনেক ও পিছনের উভয় চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। ভাল গ্রিপের জন্য থাকছে গ্রিপার টায়ার।
KTM 250 Duke এ পাবেন 1357-এমএম-এর হুইলবেস ও 185 এমএম-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এই বাইকের সিটের উচ্চতা 830এমএম রেখেছে কোম্পানি। এই বাইকে একটি 6-স্পিড গিয়ারবক্স দিয়েছে কোম্পানি । এর উভয় চাকায় আপনি ডিস্ক ব্রেক পাবেন।
Honda CB 300F:কত দাম দুই বাইকের ?
Honda CB 300F-এর প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে 2,25,900 টাকা (এক্স-শোরুম দিল্লি), যেখানে টপ স্পেক ভ্যারিয়েন্টের (এক্স-শোরুম দিল্লি) দাম রাখা হয়েছে 2,28,900 টাকা। দিল্লিতে এক্স-শোরুমে KTM 250 Duke-এর দাম 2,30,021 টাকা রেখেছে কোম্পানি।
Honda CB 300F না KTM 250 Duke: কত ওজন দুই বাইকের ?
Honda CB 300F এর ওজন 153 কেজি রেখেছে কোম্পানি। যেখানে KTM 250 Duke এর মোট ওজন 169 কেজি রাখা হয়েছে।