Triumph Motorcycles India: বাইকের মধ্যেই পাবেন গাড়ির মতো শক্তিশালী ইঞ্জিন।  এবার তাদের নতুন  শক্তিশালী প্রিমিয়াম বাইক এনেছে ট্রায়াম্ফ। নতুন Bonneville Bobber লঞ্চ করেছে কোম্পানি।  মূলত , তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই বাইক। ট্রায়াম্ফের স্পিডমাস্টারের সিঙ্গল-স্যাডল মডেল এই বাইক। আমরা যদি দাম দেখি, তাহলে এই দামে আপনি প্রিমিয়াম গাড়ি কিনতে পারবেন। এই বাইকের এক্স-শোরুম প্রাইস রাখা হয়েছে ১২.০৫ লক্ষ টাকা।  দেখে নিন, ট্রায়াম্ফের এই নতুন বাইকে বিশেষ কী রয়েছে ।


2023 Bonneville Bobber: ববারে পাবেন দারুণ শক্তিশালী ইঞ্জিন
Bonneville Bobber-এ পাবেন ১২০০ সিসির প্যারালাল-টুইন, লিকুইড-কুলড ইঞ্জিন। যা ৬১০০ আরপিএম-এ ৭৭ হর্স পাওয়ারের সর্বোচ্চ শক্তি ও ৪০০০ আরপিএম-এ ১০৬ নিউটন মিটারের সর্বোচ্চ টর্ক দিতে পারে ৷ এই বাইকটিতে একটি ৬ স্পিড গিয়ারবক্স ট্রান্সমিশন রয়েছে ,যার সঙ্গে টর্ক-অ্যাসিস্ট ক্লাচের সুবিধাও দেওয়া হয়েছে। 


Triumph Motorcycles India: অনেক নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে এই বাইকে 
বাইকের রাইডিং নিরাপদ করতে Bonneville Bobber সামনে ব্রেম্বো ক্যালিপার, ৪৭ এমএম ফ্রন্ট ফর্ক ও পিছনে একটি মনোশক দেওয়া হয়েছে । এর সামনের ও পিছনের উভয় চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে । এটি সাসপেনশন ডিউটির জন্য ৪৭ এমএম কার্টিজ-টাইপ টেলিস্কোপিক ফর্ক সহ ১৬ ইঞ্চির চাকা পাবে।


Bonneville Bobber: কত দাম রাখা হয়েছে বাইকের  ?
এই বাইকটি মোট পাঁচটি রঙে অফার করা হয়েছে। যার মধ্যে জেট ব্ল্যাক, কর্ডোভান রেড, ম্যাট স্টর্ম গ্রে, ম্যাট আয়রন স্টোন ও রেড হপার পাবেন। এর জেট ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টের দাম ১২.০৫ লক্ষ টাকা, কর্ডোভান রেড ও রেড হপার কালার মডেলের দাম ১২.১৮ লক্ষ টাকা রাখা হয়েছে ৷ এ ছাড়াও এর ম্যাট আয়রন স্টোন পেইন্ট স্কিম ম্যাট স্টর্ম গ্রে ১২.৩৫ লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে। 


Upcoming Bikes in August 2022: নতুন বাইকের জন্য অপেক্ষায় থাকলে অগাস্টে মাস আপনার জন্য আনন্দ নিয়ে আসছে। চলতি মাসেই রয়্যাল এনফিল্ড থেকে হার্লে ডেভিডসনের মতো বহু সংস্থা তাদের নতুন বাইক লঞ্চ করতে চলেছে। আপনারও যদি বাইকের প্রতি আগ্রহ থাকে, তাহলে জেনে নিন এই ৫টি বাইক সম্পর্কে।


Honda Bigwing Model 
Honda তার Bigwing ডিলারশিপ লাইনআপে একটি নতুন বাইকের মডেল যোগ করতে পারে। এই বাইকটি ৮ই অগাস্ট লঞ্চ হবে। এই বাইকটি সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি তবে এটি CB500X এর একটি আপডেটেড সংস্করণ হবে বলে আশা করা হচ্ছে।


Harley Davidson Nightster 
এই অগাস্টে কোম্পানি তার বহু প্রতীক্ষিত নাইটস্টার মডেলটি লঞ্চ করতে পারে। এই বাইকটিতে একটি ৯৭৫ সিসি ইঞ্জিন পাওয়া যাবে, যা ৮৯ hp শক্তি ও ৯৬ Nm টর্ক জেনারেট করতে পারে। এটি লক্ষণীয় যে কোম্পানিটি গত বছর তাদের স্পোর্টস্টার এস মডেলটি চালু করেছিল।


আরও পড়ুন : Royal Enfield Bikes: মিটিওর বনাম হান্টারের যুদ্ধে কে এগিয়ে ? চেহারা থেকে দক্ষতা সেরা বাজি কোন বাইক ?