Bullish Indian Market: সম্প্রতি ভারতে এসেছিলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা তথা বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটস (Bill Gates India) আর ভারতে এসেই ভারতের ভবিষ্যতের অর্থনীতি নিয়ে বড় আশাবাদী মন্তব্য করলেন গেটস। বিভিন্ন ক্ষেত্রে দেশের প্রভূত উন্নতির কারণে আগামীদিনেও ভারতের অর্থনীতি আরও মজবুত হবে, বাজার নিশ্চিতভাবেই 'বুলিশ' হবে, এমনই আশাব্যঞ্জক কথা জানিয়েছেন বিল গেটস। বৃহস্পতিবার এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতের আগামীদিনের বাজার নিয়ে আরও কী জানালেন বিলে গেটস?


ঐ সাক্ষাৎকারে বিল গেটসকে (Bill Gates India) জিজ্ঞেস করা হয় যে আগামীদিনে ভারতের বাজার কেমন হবে, বুলিশ বা বিয়ারিশ ? এই প্রশ্নের উত্তরে গেটস স্পষ্টই বলেন যে, আমি নিশ্চিতভাবেই বুলিশ। আশাবাদী। দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রভূত উন্নতি লক্ষ করা যাচ্ছে। সকলেই জানে যে করোনার টিকার ক্ষেত্রে ভারতই পৃথিবীর অন্যতম পথপ্রদর্শক। আর তাই আমরা আমাদের পার্টনারদের মাধ্যমে ভারতের বাজারে বিনিয়োগ করছি, আরও বেশি পরিমাণ টিকা, আরও নতুন টিকা পাওয়ার জন্য। ডায়াগনস্টিক ইন্ডাস্ট্রিও করোনা অতিমারির পর থেকে বিপুল পরিমাণে সমৃদ্ধ হয়েছে। আমরা তাই সেখানেও আমাদের বিনিয়োগের হাত বাড়িয়ে দিয়েছি।'


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে যেভাবে দেশ ডিজিটাল ইন্ডিয়ার দিকে আরও বেশি এগিয়ে চলেছে, সেদিক চিন্তা করে প্রধানমন্ত্রীর প্রভূত প্রশংসা করেন বিল গেটস। ভারতের গ্রামীণ অর্থনীতির অনেক পরিবর্তন হয়েছে এই কয়েক বছরে। আর তিনি একইসঙ্গে এও বলেন যে, ভারতের নেতৃত্বেই ভবিষ্যতে অন্যান্য দেশগুলিও নানাভাবে উপকৃত হবে। আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ককে ঘিরে যে সমস্ত ডিজিটাল পরিবর্তন এসেছে দেশে বা আরও আসছে ক্রমে ক্রমে সেখানে ভারতের প্রশংসা করতেই হয়। কৃষিক্ষেত্রেও বিপুল বদল এসেছে।


সাক্ষাৎকারে বিল গেটস (Bill Gates India) আরও বলেন, 'অর্থনৈতিক সমৃদ্ধি আর আবিষ্কারের দিক থেকে ভারতের যে শক্তির জায়গা, জোরের জায়গা তা সত্যই খুবই প্রশংসনীয়। আর এই কারণেই ভারতে আমাদের মাইক্রোসফট সংস্থায় ২৫ হাজার মানুষ কাজ করেন। আমরা বিশ্বের অন্যান্য কোনও দেশের তুলনায় আরও অনেক বেশি কাজ করেছি ভারতে। আমরা এখানে নানা বিষয় বদলের চেষ্টা করেছি, চেষ্টা করেছি অপুষ্টি দূর করতে, চেষ্টা করেছি কৃষিক্ষেত্রে কিছু বদল আনতে। এছাড়া শৌচ ব্যবস্থার ক্ষেত্রেও কিছু কাজ আমরা করেছি। আমার বিশ্বাস, আমার আশা ভবিষ্যতে এই সমস্ত ক্ষেত্রে শুধু ভারত নয়, বিশ্বের অন্যান্য দেশগুলিও লাভবান হবে।'


আরও পড়ুন: Stock Market Record High: দেড় শতাংশের বেশি বৃদ্ধি, এই ৫ কারণে আজ বুল রান বাজারে, শনিতে পতন ?