নয়াদিল্লি: জন কিলস হোল্ডিংস পিএলসি এবং শ্রীলঙ্কান পোর্ট অথরিটির সঙ্গে যৌথ উদ্যোগে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বন্দরের ওয়েস্ট কন্টেনার টার্মিনাল তৈরি করছে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জোনস লিমিটেড। এই সংস্থাই আগামী ৩৫ বছরের জন্য কলম্বো বন্দরের ওয়েস্ট কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকছে।


ট্যুইট করে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেছেন, ‘ডব্লুসিটি, কলম্বো গড়ে তোলার সুযোগ পাওয়ার জন্য ভারত সরকার, শ্রীলঙ্কা সরকার, শ্রীলঙ্কান পোর্ট অথরিটি এবং জন কিলসের কাছে কৃতজ্ঞ। এই বোঝাপড়া দেশগুলির মধ্যে ঐতিহাসিক সম্পর্কের প্রতীক। কয়েক দশক ধরে কন্টেনারের উন্নতির সূচনা হবে।’



২ সপ্তাহ আগে শ্রীলঙ্কা সরকার এই প্রকল্পের অনুমোদন দেয়। এই প্রথম ভারতের কোনও সংস্থা শ্রীলঙ্কার বন্দরের উন্নয়নের কাজ করবে। কলম্বো বন্দরের ওয়েস্ট কন্টেনার টার্মিনালের ৫১ শতাংশ আদানি পোর্টসের হাতে থাকবে। ভারতের বাণিজ্যের ক্ষেত্রে কলম্বো বন্দরের বিশেষ গুরুত্ব রয়েছে। ফলে এই বন্দরের একটি অংশ আদানি পোর্টসের হাতে যাওয়া ভারতের পক্ষে ইতিবাচক।


আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জোনস লিমিটেডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে ৩৫ বছরের জন্য ডব্লুসিটি গড়ে তোলা হবে, পরিচালনা করা হবে এবং হস্তান্তর করা হবে। ডব্লুসিটি- দৈর্ঘ্য হবে ১,৪০০ মিটার এবং ২০ মিটার গভীরতা থাকবে। ফলে এই টার্মিনালে বড় কন্টেনার নিয়ে যাওয়া সহজ হবে। এই টার্মিনালে কন্টেনারের সংখ্যা যেমন বাড়বে, তেমনই শ্রীলঙ্কার গুরুত্বও বেড়ে যাবে। সারা বিশ্বের সমুদ্র বাণিজ্যের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে শ্রীলঙ্কা।’


আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জোনস লিমিটেডের চিফ এগজিকিউটিভ অফিসার ও হোলটাইম ডিরেক্টর কর্ণ আদানি বলেছেন, ‘কলন্বো বন্দরের কৌশলগত অবস্থান গোটা ভারতীয় উপমহাদেশের বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কান পোর্ট অথরিটি, জন কিলস হোল্ডিংস পিএলসি ও আদানি গ্রুপের মধ্যে যে চুক্তি হয়েছে, তার ফলে দু’দেশেরই উন্নতি হবে।’


জন কিলস হোল্ডিংস পিএলসি-র চেয়ারম্যান কৃষাণ বলেন্দ্র বলেছেন, ‘কলম্বো বন্দরের উন্নতির ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ পাওয়ায় আমরা উৎসাহিত। আদানি গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা এই কাজ করব।’