Biscuits Price Hike: মুদ্রাস্ফীতির জেরে ফের একবার পণ্যের দাম বাড়ানোর ইঙ্গিত দিল ব্রিটানিয়া। কোম্পানি নিজের সিদ্ধান্তে অনড় থাকলে আগামী দিনে দামি হতে চলেছে বিস্কুট-কেক ছাড়াও কোম্পানির আরও অনেক পণ্য। 


Britannia Price Hike: কী বলছে কোম্পানি ?
সম্প্রতি দেশের সবচেয়ে বড় এফএমসিজি কোম্পানির ত্রৈমাসিক ফলাফল সামনে এসেছে। এরপরই কোম্পানির তরফে জানানো হয়েছে, জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকের মধ্যে দাম বাড়িয়ে মুনাফা ধরে রাখতে সক্ষম হয়েছে ব্রিটানিয়া। আগামী দিনেই সেই পথেই হাঁটতে চলেছে কোম্পানি। মূলত, কোম্পানির মুনাফা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে।


FMCG Price Hike: খরচ বৃদ্ধির কারণেই দাম বাড়াচ্ছে কোম্পানিগুলি !
বাজার বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে অনেক এফএমসিজি কোম্পানি ইনপুট খরচ বৃদ্ধির কারণে মার্জিন ও লাভ বজায় রাখার জন্য তাদের পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে দাম বাড়ার প্রভাব চাহিদার ওপরও দেখা যাচ্ছে। গত সপ্তাহে, HUL ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সাথে বাজারের বৃদ্ধি হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। 


HUL Price Hike: কী নিয়ে মূল সমস্যা ? 
দেশের বর্তমান FMCG মার্কেট নিয়ে হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেড (HUL)-এর সিইও ও ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব মেহতা জানিয়েছেন, মুদ্রাস্ফীতি ও কম গতিতে বাজারের বৃদ্ধি কোম্পানিগুলির উদ্বেগ বাড়িয়েছে। ভারতীয় এফএমসিজি সেক্টরের মধ্যম থেকে দীর্ঘমেয়াদী সম্ভাবনা সম্পর্কে আত্মবিশ্বাসী কোম্পানিগুলি। অন্যান্য এফএমসিজি প্লেয়ার ম্যারিকো ও গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেডও পণ্যের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দাম বৃদ্ধির ফলে ক্রেতাদের চাহিদার পতন নিয়েই চিন্তায় কোম্পানিগুলি।


FMCG Price Hike: পেট্রল, সাবেনের পর এবার বিস্কুট !
বাজার বিশেষজ্ঞদের ধারণা, খরচের কথা বলে FMCG কোম্পানিগুলি দাম বাড়ালে আদতে ক্ষতি হবে গ্রাহকদের। পণ্যের দাম বাড়লে তা সরাসরি গ্রাহকদের বাজেট তথা তাদের পকেটকে প্রভাবিত করে। ইতিমধ্যেই পেট্রল, ডিজেল, এলপিজির দাম বৃদ্ধির জন্য অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। সম্প্রতি এফএমসিজি কোম্পানিগুলোর মধ্যে সাবান, শ্যাম্পু ও ডিটারজেন্টের দাম বাড়ানো হয়েছে। এবার সেই দাম বৃদ্ধির তালিকায় জুড়তে চলেছে বিস্কুটের নাম। 


আরও পড়ুন : SBI Update: স্টেট ব্যাঙ্কের নামে প্রতারণার ফাঁদ, আপনি পা দেননি তো ?