অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: নিয়োগের দাবিতে মাসখানেকের উপর আন্দোলন চলছে। কলকাতায় গাঁধী মূর্তির সামনে দীর্ঘদিন উপর অবস্থান করছে নিয়োগপ্রার্থীরা। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের কথা হয়েছে বলে দাবি করলেন আন্দোলনকারীরা। 


কী দাবি?
নিয়োগপ্রার্থীদের দাবি, মঙ্গলবার রেড রোডে ইদের নমাজ অনুষ্ঠান সেরে ফেরার পথে গাঁধী মূর্তির সামনে থাকা ধর্না মঞ্চের দিকে হাত নাড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। আন্দোলনকারীদের দাবি, তারপরেই ডিসি সাউথ আকাশ মেঘারিয়ার মাধ্যমে মোবাইল ফোনে এক বিক্ষোভকারীর সঙ্গে কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এমনই দাবি করা হয়েছে এসএসসি (SSC) চাকরিপ্রার্থীদের তরফে।


এক আন্দোলনকারী বলেন, 'এদিন দশটা নাগাদ এদিক দিয়ে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের ধর্না মঞ্চের দিকে হাত নাড়ান। পরে ডিসি সাউথ আকাশ মেঘারিয়ার ফোনে ফোন করেন। আমাদের ইদের শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের কাছে বিষয়টি জানতে চান। তিনি বলেন, আমার উপর ছেড়ে দাও, আমি নিজে দেখছি। একটা ওয়ে আউট বার করার চেষ্টা করছি।
আমরা আশা রাখছি মুখ্যমন্ত্রীর (Chief Minister) কথার উপর। আমরা হয়তো শীঘ্রই স্কুলে নিয়োগ পাব।'


আগের ঘটনা:
SSC নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। দ্রুত নিয়োগের দাবিতে গাঁধী মূর্তির সামনে চলছে অবস্থান বিক্ষোভ। একাধিকবার শহরের রাস্তায় মিছিল করেছেন ওই আন্দোনকারীরা। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয়েছে। আন্দোলনকারীদের দাবিকে সমর্থন জানিয়ে, একাধিকবার ওই আন্দোলন মঞ্চে গিয়েছেন বাম থেকে বিজেপি সব বিরোধী দলের নেতারা। কর্মসংস্থানের দাবি নিয়ে এর আগেও আন্দোলন করেছে বাম, বিজেপি, কংগ্রেস। সম্প্রতি শিক্ষক ও পুলিশ নিয়োগ-সহ একাধিক সরকারি চাকরিতে দুর্নীতির অভিযোগে বিজেপি যুব মোর্চার বিকাশ ভবন অভিযান করে। সেই মিছিল ঘিরে করণাময়ী মোড় থেকে মিছিল করেছিল বিজেপি যুবমোর্চা। মিছিল ঘিরে পুলিশের সঙ্গে বচসাও হয়েছিল। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও চলছে। 


আরও পড়ুন: রাজ্যের চার জায়গায় বাড়ছে দৈনিক সংক্রমণ, উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর