নয়াদিল্লি: বিরাট কোহলির (Virat Kohli) আগ্রাসী মনোভাবের ভক্ত অনেকেই। মাঠে সবসময় প্লেয়ার থেকে সমর্থক সবাইকে তাতিয়ে রাখায় তাঁর জুড়ি মেলা ভার। টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির (Virat Kohli) উপস্থিতি খেলাটিকে যেন নতুন রূপ দিয়েছে, এমনটাই মনে করেন অনেকে। তবে শুধু ভারতীয় পুরুষ দলের ক্রিকেটাররাই নন। বিরাটের আগ্রাসনের ভক্ত দেশের মহিলা ক্রিকেটাররাও। এমনকী মাঠে নামার আগে নাকি কোহলির ভিডিও দেখেই নিজেকে উদ্বুদ্ধ করেন জাতীয় দলের হয়ে খেলা মহিলা পেস বোলার রাধা যাদব (Radha Yadav)। 


এই মুহূর্তে উইমেন্স প্রিমিয়ার লিগ চলছে। সেখানে দিল্লি ক্য়াপিটালসের জার্সিতে খেলেন রাধা। সেই দলেই খেলেন জেমিমা রজরিগেজও। নিজেদের শেষ ম্য়াচে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে দিল্লি। আর ম্য়াচের পরই সতীর্থ রাধাকে পাশে নিয়ে এই তথ্য ফাঁস করলেন জেমিমা। তিনি বলেন, ''আমি রাধার মোবাইলে প্লে লিস্টে গান শুনতে যাচ্ছিলাম। দেখলাম যে ওর প্লে লিস্টে বিরাট কোহলির আক্রমণাত্মক মেজাজের খেলার বিভিন্ন ফুটেজে ভর্তি। ও এগুলো দেখে সবসময়। প্রতিদিন ম্য়াচের আগে বিশেষ করে বিরাটের ভিডিও দেখে মাঠে নামে রাধা।''


পাশেই দাঁড়িয় সহাস্যে মেনে নিলেন রাধা জেমিমার বক্তব্য। তিনি বলেন, ''প্রত্যেক ম্য়াচের আগে নিজেকে তাতিয়ে রাখা খুবই দরকার। আমি বিরাটের ভিডিও দেখি তাই। ওঁর মধ্য়ে নিজেকে খুঁজে পাই আমি।''


 






উল্লেখ্য, কিছুদিন আগেই দ্বিতীয়বারে জন্য বাবা হয়েছেন বিরাট। অনুষ্কার কোল আলো করে এসেছে পুত্রসন্তান। তার নাম রাখা হয়েছে অকায়। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কোহলি। একেবারে আইপিএলের মঞ্চেই দেখা যাবে তাঁকে। 


রাঁচি টেস্টে জয়ের সঙ্গে সঙ্গেই সিরিজও ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে রোহিত শর্মার দল। ফলে আগামী ৭ মার্চ থেকে শুরু হতে চল ধর্মশালা টেস্ট একেবারেই নিয়মরক্ষার হতে চলেছে। সতীর্থরা সিরিজ জেতার পর অবশ্য বিরাট নিজের সোশ্য়াল মিডিয়ায় রোহিতদের শুভেচ্চা বার্তা পাঠিয়েছেন। তিনি লিখেছেন, ''দুর্দান্ত একটা সিরিজ জয় ভারতের। তরুণ একটা দলের জয়। ওদের অসাধারণ দৃঢ়তা, অধ্যাবসায়ের ফল এটি।''