Blusmart Stops Cab Bookings: বৈদ্যুতিন ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থা ব্লুস্মার্ট এবার তাদের পরিষেবা বন্ধ করল। রাজধানী দিল্লি, দিল্লি এনসিআর, বেঙ্গালুরু এবং মুম্বই সহ দেশের অনেক শহরেই এই পরিষেবা বন্ধ করেছে সংস্থা। এখন থেকে আর গ্রাহকরা এই ক্যাব পরিষেবা (BluSmart Cab) পাবেন না। ঋণ জালিয়াতির মামলায় ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডের তদন্ত শুরু হওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। মূলত এই ব্লুস্মার্ট ক্যাব পরিষেবা চলত জেনসোল ইঞ্জিনিয়ারিং সংস্থার অধীনেই। এই সংস্থার বিরুদ্ধেই উঠেছে কোটি কোটি টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ। তারপরই এই ক্যাব পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।
সংস্থার পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের একটি ইমেলের মাধ্যমে জানানো হয়েছে যে গত বুধবার সন্ধ্যা থেকেই উল্লিখিত এলাকাগুলিতে এই ক্যাব পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবারও এই সংস্থার বুকিং বন্ধ ছিল। একদিকে ব্লুস্মার্ট সংস্থার (BluSmart Cab) হাজার হাজার ক্যাব চালকের চাকরি প্রশ্নের মুখে, অন্যদিকে সাধারণ গ্রাহকও চিন্তিত হয়ে পড়েছে। সমাজমাধ্যমে তুমুল চর্চা চলছে এই ব্লুস্মার্ট ক্যাব পরিষেবা নিয়ে।
গ্রাহকদের কাছে পাঠানো ইমেলে ব্লুস্মার্ট জানিয়েছে, 'আমরা ব্লুস্মার্ট অ্যাপে সাময়িকভাবে বুকিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।' উল্লেখ্য যে, এই সপ্তাহে সেবির তরফে রিনিউয়েবল এনার্জি সংস্থা জেনসোল ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে ফরেনসিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই সংস্থার দুই মালিক অনমোল জাগ্গি এবং পুনীত জাগ্গিকে শেয়ার বাজার থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে এবার ব্লুস্মার্ট বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রতিযোগী সংস্থা ওলা, উবের কিংবা রাপিডো, ইনড্রাইভ খুবই উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে।
তবে আশা করা হচ্ছে এর থেকে সবচেয়ে বেশি লাভবান হবে উবার সংস্থা। বিনিয়োগকারীদেরও মনে হয় যে এই সংস্থা তার আধিপত্য আরও বিস্তৃত করবে। দেশে প্রায় ৫০ কোটি মানুষ ডাউনলোড করেছেন এই উবার অ্যাপটি। এক্ষেত্রে ওলা, রাপিডো বা ইনড্রাইভ অ্যাপগুলি অনেকটাই পিছিয়ে, এগুলি ডাউনলোড করেছেন মাত্র ১০ কোটি মানুষ।
মঙ্গলবার একটি আভ্যন্তরীণ নির্দেশিকা জারি করে সেবি এই সোলার পাওয়ার কনসালট্যান্সি ফার্ম জেনসোল ইঞ্জিনিয়ারিংয়ের স্টক স্প্লিট প্রক্রিয়াকে বন্ধ করেছে, আর তারপর সংস্থার দুই মালিককেও বাজার থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই দুই মালিক সংস্থার মূল পরিচালন ব্যবস্থায় বিরাট অবদান রাখতেন। এছাড়াও তাদেরকে স্টক মার্কেটে কোনও রকম লেনদেন করা থেকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।