Color-Changing Technology In Cars: নিত্যদিন বদলাচ্ছে গাড়ির প্রযুক্তি। এবার বিশ্ব বাজারে অনন্য প্রযুক্তি নিয়ে এল BMW। একটা বোতাম টিপলেই বদলে যাবে গাড়ির রং। সবাইকে পিছনে ফেলে নতুন এই প্রযুক্তি 'গ্লোবাল অটো জায়ান্ট।' 


BMW SUV iX: সম্প্রতি কোম্পানির বৈদ্যুতিক গাড়ি SUV iX ফ্লোতে এই  প্রযুক্তি দেখিয়েছে BMW। যা কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES) 2022-এ প্রকাশ্যে আনা হয়েছে। দ্রুত এর প্রোডাকশন মডেল নিয়ে আসবে কোম্পানি। সেই অনুযায়ী জোর দমে হচ্ছে কাজ।


CES 2022-এ প্রদর্শনীতে BMW যে গাড়িটি দেখিয়েছে তা দেখে হতবাক হয়ে গেছেন সবাই। অটো শোতে দেখা গিয়ে্ছে, BMW iX ফ্লো হঠাৎ করে গাঢ় ধূসর থেকে সাদা রঙে বদলে যাচ্ছে। পরে জার্মান গাড়ি নির্মাতা জানান, নতুন পেইন্ট-চেঞ্জ প্রযুক্তি ই-পেপার ব্যবহার করে এই রং বদল সম্ভব হয়েছে। এর জন্য, ই-কালি-সহ BMW IX ফ্লো-এর গায়ে মানুষের চুলের মতো সুক্ষ্ম লক্ষ লক্ষ মাইক্রোক্যাপসুল ব্যবহার করা হয়েছে। 


এ প্রসঙ্গে BMW গ্রুপ ডিজাইনের প্রধান আদ্রিয়ান ভ্যান হুয়েডঙ্ক জানান, বিএমডব্লিউ আইএক্স ফ্লো একটি উন্নত গবেষণা ও ডিজাইন পরিকল্পনার ফসল। কোম্পানি যে ভবিষ্যতের কথা ভেবে কাজ করে , এই প্রযুক্তি একটি দারুণ দৃষ্টান্ত। এই প্রযুক্তিকে ইলেক্ট্রোফোরেটিক রং বলা হয়। এই প্রযুক্তির মাধ্যমেই আপনার গাড়ির বডির রং বদলে যায়।


জার্মান গাড়ি কোম্পানি শো-তে জানিয়েছে, তারা এমন একটি প্রযুক্তি ব্যবহার করেছে, যেখানে একটি বোতামের সাহায্যে আপনি গাড়ির বাইরের রং পরিবর্তন করতে পারবেন। তবে এর বাইরে কোম্পানি রং বধলের বিষয়ে অন্য কোনও বিশদ বিবরণ প্রকাশ করেনি। জানি গিয়েছে, BMW SUV iX আসলে কোম্পানির নতুন বৈদ্যুতিক গাড়ি হতে চলেছে। যাতে প্রথমবারের মতো এমন বৈশিষ্ট্য দেওয়া হবে।


আন্তর্জাতিক গাড়ি বাজারে এমনিতেই সুনাম রয়েছে BMW -র। লাক্সারি সেডান থেকে এসইউভি সবেতেই গুণমান বজায় রাখে এই কোম্পানি। এবার নতুন করে ইলেকট্রিক গাড়িতেও হাত পাকাচ্ছে এই জার্মান কার মেকার। শীঘ্রই BMW SUV iX বাজারে নিয়ে আসার তোড়জোড় শুরু করেছে তারা।