Business News: কোম্পানির ভাবমূর্তি ঠিক করতে এবার বড় সিদ্ধান্তের পথে হাঁটল বিশ্বের বৃহত্তম বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িং। যা চমকে দিয়েছে বিমান শিল্পকে। সমস্যায় থাকা বোয়িং অবশেষে একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছে।
Boeing CEO Exit: কী বড় সিদ্ধান্ত নিয়েছে বোয়িং
একাধিক দুর্ঘটনার পর বোয়িংয়ের সিইও ডেভ ক্যালহাউন সহ এর টপ ম্যানেজমেন্ট টিমকে সরিয়ে দিয়েছে কোম্পানি। চলতি বছরের শেষেই ডেভ ক্যালহাউন কোম্পানি ছাড়বেন। এ ছাড়া বাণিজ্যিক এয়ারলাইন্স বিভাগের প্রধান অবসরে যাবেন। চেয়ারম্যানও আর তার পদে থাকবেন না। সাম্প্রতিক অতীতে, বোয়িং বিমানগুলির সঙ্গে এমন গুরুতর দুর্ঘটনা ঘটেছে যে সংস্থাটিকে শেষ পর্যন্ত তার টপ ম্যানেজমেন্টকে বরখাস্ত করতে হয়েছে।
Business News: বিমানের দরজা ফেটে যায়
সম্প্রতি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের দরজা উড়ান ভরার পরপরই বাতাসে ফেটে পড়ে। তবে ক্রুদের বুদ্ধিমত্তার কারণে দুর্ঘটনা এড়ানো যায়। কেউ গুরুতর আহত হয়নি। বোয়িংয়ের ম্যানেজমেন্টে ডেভ ক্যালহুন 2020 সালে সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ডেনিস মুইলেনবার্গ, যিনি তার আগে সিইও ছিলেন তাকেও একই ধরনের দুর্ঘটনায় পড়ার পর তার পদ হারাতে হয়েছিল। সেই সময়ে 5 মাসের ব্যবধানে দুটি নতুন 737 ম্যাক্স একই রকম দুর্ঘটনার শিকার হয়েছিল। এতে ৩৪৬ যাত্রী ও ক্রু সদস্য মারা যায়। এর পর ডেনিস মুলেনবার্গ পদত্যাগ করেন।
Boeing CEO Exit: দুর্ঘটনার পর সব 737 ম্যাক্স বন্ধ হয়ে যায়
সিইও হিসাবে দায়িত্ব নেওয়ার সময় ডেভ ক্যালহাউন বলেছিলেন যে তার প্রথম কাজ হবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। কিন্তু, কয়েকদিন আগে ঘটে যাওয়া দুর্ঘটনা বোয়িং নিয়ে প্রশ্ন তুলেছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কোম্পানি সব 737 ম্যাক্সের উড়ান নিষিদ্ধ করেছে। এ ছাড়া সব বিমানের নিরাপত্তা তল্লাশিরও নির্দেশ দেওয়া হয়েছে।
কী বলছে আমেরিকা
মার্কিন সরকার বোয়িংয়ের বিরুদ্ধে তদন্তও শুরু করে। সর্বশেষ দুর্ঘটনাটি কোম্পানির নিরাপত্তা প্রোটোকল এবং নিরাপত্তা নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলেছে। তারপরই এই সিদ্ধান্ত ধাক্কা দিয়েছে বিমানসংস্থাগুলিকে। তবে যাত্রী সুরক্ষার ক্ষেত্রে এই সিদ্ধান্ত আগামী দিনে বিমান সংস্থাগুলিকে আরও শিক্ষা দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।